শিরোনামঃ-

» “আজকের এই সময়ে তরুনদের বহুমুখি জ্ঞানের অধিকারী হতে হবে” — মাহি উদ্দিন

প্রকাশিত: ২৩. মে. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ “স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথে চলো, জ্ঞানের আলোয় গড়বে জগৎ উচ্চ কন্ঠে বলো” এই স্লোগানকে সামনে রেখে শেষ হলো মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

সোমবার (২২ মে) বিকেলে বিয়ানীবাজারের মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির উদ্যোগে নিদনপুর মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন- সবার আগে শিক্ষা। এর পর খেলাধূলা। একজন সত্যিকারের শিক্ষার্থী শুধু নিজেকে পাঠ্যপুস্তকের মধ্যে নিমজ্জিত রাখেনা, খেলাধূলাসহ বিভিন্ন ক্ষেত্রে সে বিচরণ করে।

তিনি বলেন- আজকের এই সময়ে তরুনদের বহুমুখি জ্ঞানের অধিকারী হতে হবে। কারণ প্রতিযোগিতার বাজারে ঠিকে থাকতে হবে।

মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল আলম রিমন ও কোষাধক্ষ তাইছির মাহবুব রাজনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম মিয়া, ৯ নং মুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী  এম এ মান্নান, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সেলিম আহমদ, নিদনপুর মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদ উদ্দিন, ফেনগ্রাম-চন্দগ্রাম-বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোলেমান আহমদ মাছুম, সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, সোসাইটির সাবেক সভাপতি আব্দুল মতলিব, মাতাবুর রহমান, বিয়ানীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান আফজল।

স্বাগত বক্তব্য রাখেন- সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এবং বৃত্তিপরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমরান হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সহ-প্রচার সম্পাদক কামরুল হোসেন, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির উপদেষ্টা মাহবুবুল হক সুজা, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ এর  প্রভাষক সফিক আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাজী সুফিয়ান আহমদ, জামিয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসার সভাপতি নজমুল হক, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আখতার হোসেন, ধর্ম সম্পাদক মাহমুদুল হক জুনেদ, সহ-শিক্ষা সম্পাদক ইসলাম উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক তাজবীর আহমদ ছাইমসহ সোসাইটির সদস্য বৃন্দ ও অভিভাবক এবং শিক্ষার্থীরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930