শিরোনামঃ-

» গোবিন্দগঞ্জে ছমরু মিয়া ও মদরিছ মাস্টার ট্রাস্টের ৯ম মেধাবৃত্তি বিতরণ

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

ষ্টাফ রিপোর্টার:: ছাতকের গোবিন্দগঞ্জে ছমরু মিয়া ও মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের ৯ম মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ বহুমুখি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দত্তের পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ট্রাস্টের উপদেষ্টা গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার আলী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন ও উবায়দুল হক।

বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, আরব উল্লাহ, মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, মাস্টার আব্দুল লতিব, আর্শদ আলী, আব্দুল করিম, আব্দুল কাহার প্রমুখ।

সভায় জয়নাল আবেদীন, আব্দুল হাই, অরুণ কুমার মহাপাত্র, মানিক মিয়া, মাওলানা শামছুল ইসলাম, শংকর কুমার দেব, প্রতিমা রানী রায়, চন্দন পাল, মাওলানা আব্দুর রহমান, নুরুল ইসলাম, সৈয়দুল ইসলাম, সাইদ আনোয়ার, ফজর উদ্দিনসহ এলাকার লোকজন, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও ট্রাস্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুনিয়র ও প্রাথমিকে ১২০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930