শিরোনামঃ-

» গরীব মানসিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেবে ক্যাপ

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার

ষ্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগের ৪ জেলাসহ ৭ জেলার গরীব মানসিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে যুক্তরাজ্য প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিউনিটি এগেইনস্ট পোবার্টি ফাউন্ডেশন-ক্যাপ’। প্রয়োজনে বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে রোগীদের চিকিৎসা দেবে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর বাগবাড়ীতে ক্যাপ’র হেলথ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

হেলথ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে এম আব্দুল মোমেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ৬৫টি রিকশা, ১১০টি সেলাই মেশিন, ৯১টি টিউবওয়েল ও ৬৫টি স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। ২৯ জন অসহায়ের বাড়িও নির্মাণ করে দেয় সংগঠনটি।

ক্যাপের কান্ট্রি ডাইরেক্টর আব্দুস সহিদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যামডেন সিটি মেয়র নাদিয়া শাহ, ক্যামডেন সিটি কাউন্সিলর সারাহ হায়উড, সীমান্তিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আহমদ আল কবির, অনুষ্ঠানে ক্যাপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল নূর ও মহিলা গ্রুপের প্রধান পলি ইসলাম, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক।

প্রধান অতিথির বক্তব্যে ড. একে এম আব্দুল মোমেন বলেন, প্রবাসীদের অর্থায়নে ক্যাপ ফাউন্ডেশন বাংলাদেশের হতদরিদ্র মানুষের কল্যাণে যেসব কাজ করছে তা প্রশংসনীয়। এধরনের সংগঠনের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত বলে তিনি উল্লেখ করেন।

উদ্যোক্তারা জানান, বাংলাদেশের প্রায় ১২ ভাগ মানুষ বিভিন্ন মানসিক রোগে ভূগছেন। তাদের স্বাস্থ্য সেবা দেওয়ায় লক্ষ্যে বাংলাদেশে এই কার্যক্রম শুরু করেছে ক্যাপ ফাউন্ডেশন। সিলেট থেকে এই কার্যক্রম শুরু হলে পর্যায়ক্রমে পুরো দেশে এই কার্যক্রম পরিচালনার কথা জানান উদ্যোক্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930