শিরোনামঃ-

» ভ্রাম্যমান আদালতের অভিযানে বাঘা-সোনাপুর অটোরিক্সা (সিএনজি) ষ্ট্যান্ড দখলমুক্ত

প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০১৭ | সোমবার

গোলাপগঞ্জ প্রতিনিধি:: অটোরিক্সা শ্রমিক নেতাকর্মীদের অব্যাহত আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ দখল থেকে উদ্ধার হলো বাঘা সোনাপুর অটোরিক্সা সিএনজি ষ্ট্যান্ড।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী, ওসি তদন্ত মীর নাসির হোসেন, তফসিল উপ-সহকারী বুরহান উদ্দিন, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ ও বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিএনজি ষ্ট্যান্ডের জমির উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায় বেশ কিছু দিন ধরে অটোবিক্সা সিএনজি ষ্ট্যান্ডের ভূমি দখলকে কেন্দ্র করে অটোরিক্সা শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। ষ্ট্যান্ডটি দখলমুক্ত করতে সিএনজি অটোরিক্সা ইউনিয়ন ৭০৭ এর নেতৃবৃন্দ নিয়ন্ত্রান্ত্রিক পন্থায় প্রশাসনের প্রতি দাবী জানিয়ে আসছিলেন।

কয়েকদিন পূর্বে উপজেলা প্রশাসন থেকে সার্ভেয়ারের মাধ্যমে অটোরিক্সা ষ্ট্যান্ডের জন্য নির্ধারিত জমি চিহ্নিত করে দেওয়া হয়।

এসময় ষ্ট্যান্ডের জমিতে স্থাপিত অবৈধ স্থাপনাগুলো সড়িয়ে নিতে একটি সময় বেধে দেওয়া হয়। কিন্তু প্রশাসনের বেধে দেওয়া সময় অতিবাহিত হওয়ার পরও দখলদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেন নি।

এ অস্থায় সোমবার গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ষ্ট্যান্ডটি দখলমুক্ত করা হয়। এদিকে সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় অটোরিক্সা শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

এব্যাপারে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ সাংবাদিকদের জানান বাঘা-সোনাপুর ষ্ট্যান্ডটি জবর দখল থেকে মুক্ত করতে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন সে জন্য সাধারণ শ্রমিকরা তাদের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন তৃণমূল পর্যায়ের শ্রমিকদের ন্যায্য দাবী ষ্ট্যান্ড দখল মুক্ত হয়েছে। ইতিহাস স্বাক্ষী যে যেকোন প্রকার ন্যায্য ও যৌক্তিক দাবী বিলম্বিত হলেও তা একদিন আদায় হয়ে যায়। তিনি বলেন, শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে ও নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031