শিরোনামঃ-

» বালাগঞ্জ ৩ দিনব্যপী উন্নয়ন মেলা সম্পন্ন

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার

আতাউর রহমান কাওছার, ওসমানী নগর প্রতিনিধিঃ শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন এ প্রতিপাদ্য সামনে রেখে বালাগঞ্জে উন্নয়ন মেলা ২০১৭ এর ৩ দিনব্যপী সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি পরিচালক মো. আলমগীর কবির।

বুধবার (১১ জানুয়ারি) রাতে বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়ামের প্রাঙ্গণে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বালাগঞ্জ ইউএনও এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম ও হিন্দু বিবাহ নিবন্ধক নয়ন তালুকদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, সহকারি কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত হোসেন রুবেল, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সেক্রটারি ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার, বালাগঞ্জ সদর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব গৌরিপুরের ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা বেগম, উপজেলা প্রকৌশলী জািহদুল ইসলাম, নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত জালাল উদ্দিন আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, উপজেলা মাধ্যমিক অফিসার মো. নজরুল ইসলাম, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মাখন মিয়া, সাধারন সম্পাদক মো. মকবুল মিয়া, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. জুনেদ মিয়া, আব্দুল কাইয়ুম দুলাল, ডা. গোলাম মস্তফা বাচ্চু, সুধেন্দু দাস অমল, আইনুর আহমদ রুমন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, মাই টিভির টুনু মিয়া, শাহীন আহমদ, কুশিয়ারা কুলের প্রকাশক হুসাইন আহমদ, আবুল হোসেন ইমন, বৈশাখীর সভাপতি ম আ মুহিত, সেক্রেটারি প্রদীপ দাস, মাছুম আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, ছাত্রলীগ নেতা একে টুটুল, জুয়েল আহমদ প্রমুখ।

মেলা ৩৬টি স্টলের মধ্যে প্রথম স্থান লাভ করে বোয়ালজুড় ইউনিয়ন, দ্বিতীয় স্থান লাভ করে বালাগঞ্জ মৎস্য অফিস তৃতীয় স্থান লাভ করে বালাগঞ্জ স্বাস্থ্য বিভাগ। রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান লাভ করে চান্দাইড় পাড়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থান বালাগঞ্জ তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়।

এর আগে বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয় দেশাত্ববোধক, চান্দাইড়পাড়া উচ্চ বিদ্যালয়ে নাটিকা প্রদর্শন করে। পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করে বাউল ফকির শাহাবউদ্দিন, বৃস্টি সরকার, মুন্নী, নবদীপা চক্রবর্ত্তী, বৈশাখী চক্রবর্ত্তী, জুনেদ মাহমুদ অন্যন্যরা। গভীর রাত পর্যন্ত মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক দর্শকের সমাগম ঘটে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্মকর্তা সহ সুধীজন অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে তিনি দিনে সবক’টি স্টল পরিদর্শন করেন ও সামগ্রিক খবর নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031