শিরোনামঃ-

» মিরাবাজারস্থ ঐতিহ্যবাহী মডেল স্কুলে নতুন বই বিতরণ

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০১৭ | সোমবার

ষ্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজ বক্স শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন গাইড নির্ভরতা বাদ দিয়ে পাঠ্যপুস্তক ভাল করে পড়লে সত্যিকারের মেধাবী হওয়া সম্ভব।

তিনি রোববার মিরাবাজারস্থ ঐতিহ্যবাহী মডেল স্কুলের শিকার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবদান রেখেছেন তা এক কথায় নজির বিহীন। সারাদেশে ৪ কোটির উপরে শিক্ষার্থীদের হাতে বছরের ১ম দিন বিনামূল্যে নতুন বই তুলে দেয়া একটি রাষ্ট্রের সফলতার প্রতিচিত্র। এটি সারা বিশ্বের কাছে অনুকরনীয়।

তাই এই বই পড়ে নিজেই উত্তর তৈরী করতে হবে এবং গাইডকে কোনভাবেই সহায়ক হিসেবে নেয়া যাবে না। তা না হলে ফলাফল সর্বস্ব শিক্ষা ছাড়া কিছুই পাওয়া যাবে না।

রোববার বেলা ১১টায় স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও মিরাবাজারস্থ ঐতিহ্যবাহি মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন।

তিনি বলেন, আজকের এই দিন দেশের সব শিশুরা বিনামূল্যে নতুন বই হাতে পাচ্ছে। একসময় যা অকল্পনীয় ছিলো তা আজ বাস্তবায়ন করে দেখালো বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীয় শেখ হাসিনা। এটি বাংলাদেশের অগ্রযাত্রার কথা বলে।

মডেল স্কুলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে তিনি উপস্থিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের সহযোগীতা কামনা করেন। তিনি এই স্কুলের নানাবীদ উন্নয়ন কর্মকান্ডে অর্থমন্ত্রীর অবদান কথা তুলে ধরেন।

সহ-কারী শিক্ষক সেলিম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সাজওয়ান আহমদ।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মডেল স্কুলের প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষক একে আজাদ চৌধুরী। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930