শিরোনামঃ-

» সারা দেশের ন্যায় গোলাপগঞ্জে বই বিতরণ উৎসব পালিত

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৭ | রবিবার

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ বছরের প্রথম দিনে সারা দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান উৎসব আমেজের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
টানা অষ্টমবারের মত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেছে সরকার।
এ বছর সারা দেশে ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীকে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এর মধ্যে সিলেট বিভাগে প্রাথমিকে ৮২ লাখ ৪৭ হাজার ৭৪৭টি বই এবং মাধ্যমিকে ১ কোটি ২৫ লাখ বই বিতরণ করা হয়েছে।
সারা দেশের ন্যায় গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেও বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
উপজেলার বুধবারীবাজার ইউপির আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে (চন্দরপুর) আনুষ্ঠানিকভাবে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০১৭’  পালন করা হয়েছে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (কম্পিউটার) আব্দুল হামিদের পরিচালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য মনজুর আহমেদ, অভিভাবক সদস্য কামাল উদ্দিন আমান,আব্দুল কুদ্দুস, নিজাম উদ্দিন,হেলাল উদ্দিন ও সহকারী শিক্ষক এনামুল হক প্রমুখ।
এসময়  অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে তাদের পাঠ্যপুস্তক তুলে দেন।
শিক্ষার্থীরাও অনেক উৎসব আমেজের মধ্য দিয়ে একে একে সারিবদ্ধভাবে নতুন বই সংগ্রহ করে। নতুন বই হাতে পাওয়া সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও সায়্যিদ আহমেদের সাথে কথা হলে তারা জানান “নতুন বছরে নতুন বই হাতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।
এ রকম উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করায় তারা সরকারের শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন’।
এছাড়াও, চন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে উৎসব আমেজের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বিদ্যালয় ঘুরে দেখা যায় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস বিরাজ করছে।
এসময় শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, প্রধান শিক্ষিকা শাহেলা পারভীন মিতা, সহকারী শিক্ষক সফিউল আলম, সহকারী শিক্ষিকা সুফিয়া বেগম, সাজেদা আক্তার চৌঃ, লুৎফা বেগম, নাদিয়া আক্তার এবং অভিভাবক আব্দুল মুকিত প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031