শিরোনামঃ-

» গাইড বই এবং কোচিং বাণিজ্য আর চলবে না : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৬ | শনিবার

ডেস্ক সংবাদঃ খসড়া শিক্ষা আইনে ‘কোচিং বাণিজ্য ও গাইড বইকে’ বৈধতা দেওয়া নিয়ে সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, কোচিং বাণিজ্য ও গাইড বই চলবে না।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার (১৭ ডিসেম্বর) ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সটবুক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘শিক্ষা আইন করতে বারবার বিভিন্নভাবে মতামত নেওয়া হয়েছে। বারবার এতে মত দেন আমাদের শিক্ষক, শিক্ষানুরাগী, জনগণ। আমরা তা গ্রহণ করি। এগুলো নিয়ে আমরা আলোচনা করি কথাবার্তা বলি, আবার নতুন সমস্যা আসে। এমন করতে করতে এটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। আমরা এটা খুব শিঘ্রই ক্যাবিনেটে উত্থাপন করব।’

‘এরমধ্যে (আইনের খসড়া) নানা কথা আসছে। আপনারাই কথা দিয়েছেন, না হয় আমরা পাইলাম কই।’

সাংবাদিকদের উদ্দেশ্যে নাহিদ বলেন, ‘যে কোন একটা কথা যেটা দিয়ে স্টোরি তৈরি করা যাবে ওইটারেই পিক আউট করলেন। এমন একটা অবস্থা যেন আমরা মহাভারত অশুদ্ধ করে ফেলেছি।’

তিনি বলেন, ‘এই দেশে এই গভর্নমেন্ট আসার আগে, আমার আগে কে বলেছে শিক্ষা আইন করতে হবে? আমরাইতো উদ্যোগী, আমি তো ২০১১ সালেই আইন করে ফেলতাম, আমরা তো করিনি। আপনারাদের মত নেওয়ার জন্য। এটা নিয়ে এত আলোচনা!’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি পরিস্কার বলে দিচ্ছি- এই দেশে কোচিং বাণিজ্য চলবে না। এই দেশে গাইড বই, নোট বই চলবে না। এই দেশে আমাদের ছেলে-মেয়েদের প্রতারণা করে অর্থ লাভ করার জন্য কেউ কোনো ধরণের পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যেতে পারবে না। এইটাই আইনে আসবে।’

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031