শিরোনামঃ-

» মানবাধিকার শান্তি পদক পেলেন যুব সংগঠক আমিন উদ্দিন আহমদ

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৬ | শনিবার

ষ্টাফ রিপোর্টারঃ মানবাধিকার শান্তি পদকে ভুষিত হলেন যুব সংগঠক আমিন উদ্দিন আহমদ। সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এ পদক দেওয়া হয়।

বিশ্ব মানবাধিকার দিবস ২০১৬ উপলক্ষে গত ১৪ ডিসেম্বর রাজধানী ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত প্রফেসর আক্তার ইমাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ পদক প্রদান করে ইউনাইটেড মুভমেন্ট হিউমেন রাইটস নামক সংগঠন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো. জয়নুল আবেদীনের নিকট থেকে তিনি এ পদকটি গ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, সাংবাদিক মুহাম্মদ আতাউল্লাহ খান ও উপ-পুলিশ কমিশনার (অব:) ড. নাসির উদ্দিন খান।

উল্লেখ্য, আমিন উদ্দিন আহমদ ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর হইতে সফল যুব সংগঠক হিসেবে সিলেট বিভাগীয় যুব পদক পেয়েছেন।

তিনি সামাজিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। কুশিয়ারা যুব কল্যাণ পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১ এর জোন চেয়ারপার্সন ও জয়েন্ট কেবিনেট সেক্রেটারী এবং সিলেট লায়ন্স ফাউন্ডেশনের জয়েন্ট ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তাছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিলেট লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য। সামাজিক সংগঠন ছাড়াও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। তিনি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031