শিরোনামঃ-

» বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক ‘GSLGA’র আলোচনা সভা

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার

নিজস্ব প্রতিবেদক:: বৃহত্তর সিলেটের আইনী ও সামাজিক সংগঠন ‘গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশন’ GSLGA এর উদ্যোগে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর চৌহাট্রাস্থ আলপাইন রেষ্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. কামাল আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মোছা. কুলসুমা নুর লিপি’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের অন্যতম সদস্য মো. মনোয়ার হোসেন রুপক।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন ও বিজয়ে তাৎপর্য শীর্ষক বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মো. আশিকুজ্জামান, কোষাধ্যক্ষ মো. হেলাল আহমদ, দপ্তর সম্পাদক অমর চন্দ্র দত্ত, স্বাস্থ্য সম্পাদক জয়ন্ত কর, ক্রীড়া সম্পাদক শিপন গুপ্ত, আইন সম্পাদক টিংকু রঞ্জন চৌধুরী, পরিবেশ সম্পাদক মো. ফয়জুর রশীদ ফয়সল, সহ-দপ্তর সম্পাদক মেহেরুন্নেছা মিলা, নির্বাহী সদস্য- মোরশেদ খান, সদস্যবৃন্দ- মো. রফিক মিয়া, অংকুর দাস, এটিএম রফিকুল আরেফিন, মো. ইকবাল কামালী, অর্জুন কুমার চক্রবর্ত্তী, মো. ইমরান খাঁন ও অলক কান্তি সরকার।

বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তারা বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৪৫ বছরে পদার্পণ করলো। মহান বিজয় দিবসের এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ে ৩০ লক্ষ শহীদদের আত্বাহুতির বিনিময়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের এই কাংখিত বিজয়।

এ বিজয় আমরা এতো সহজে পাইনি। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল এ মাসেই। একাত্তরের মুক্তিযুদ্ধের অর্জন এ জাতির সবচেয়ে শ্রেষ্টতম অর্জন।

মাত্র গোটিকয়েক বিপথগামী ও আত্ন বিনষ্টকারী ছাড়া প্রায় সবাই এ মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছে। তাঁরা ঐ সময় অনুধাবন করেছিল যুদ্ধের মাধ্যমে লড়াই না করলে আমাদের দেশটাকে স্বাধীন ও মুক্ত করা সম্ভবপর নয়।

যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা এ দিবসটি পালন করছি।

বিজয়ের এ ধারাকে অব্যাহত ও সমুন্নত রাখতে হবে। ভবিষ্যত প্রজন্মকে বিজয়ের ঐতিহাসিক দিক নির্দেশনা দিতে হবে। তাদের চিন্তা চেতনায় জাগ্রত করতে হবে।

জাতির শ্রেষ্ট সন্তানদের অবদানের কথা তাদের মানসপটে তুলে ধরতে হবে। তবেই এই বিজয়ের সার্থকতা লাভ করবে। মনে রাখতে হবে- স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- সংগঠনের অন্যতম সদস্য মো. কামাল হোসেন।

পরিশেষে সভাপতির বক্তব্যে জাতির শ্রেষ্ট সন্তান শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে সভার সমাপ্তি করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031