শিরোনামঃ-

» নকল নবিসদের চাকুরী স্থায়ী করণের দাবীতে সমাবেশ

প্রকাশিত: ০৮. ডিসেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

ষ্টাফ রিপোর্টার:: বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিসদের চাকুরী স্থায়ী করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার জেলা সাব রেজিষ্ট্রারী অফিস প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি তপনকান্তি দে’র সভপতিত্বে ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম আল দ্বীন পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বিগত সময়ে আপনারা চাকুরী স্থায়ী করণের দাবী নিয়ে যে আন্দোলন করেছেন তা সঠিক স্থানে পৌছাতে পারেননি।

যার জন্য আজ এ পরিস্থিতি শিকার হতে হচ্ছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। সেই প্রেক্ষিতে দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।

সরকারি স্বায়ত্বশাসিত এ সমস্ত প্রতিষ্ঠানের অনেক কর্মচারীরা চাকুরীতে নিয়মিত হচ্ছে। কিন্তু দু:খের বিষয় বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

তাই যথারীতিভাবে সরকারের উর্ধ্বতন মহল ও প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনাদের কাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মহরার নকল নবিস এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এফ.এ সুমন সরকার।

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আরোও বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বিভাগীয় সাধারণ সম্পাদক বাবর মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন, সহ-সভাপতি জয় প্রকাশ দে, সহ-সভাপতি সালেক মিয়া, পাবন ঘোষ, বিভাগীয় অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি জয়নাল আবেদীন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা কার্যকরী সদস্য কামাল আহমদ, মহিলা সম্পাদীকা সাথী রানী দাস, জেলা দপ্তর সম্পাদক প্রদীপ চন্দ্র, সাংস্কৃতি সম্পাদক সিরাজুল ইসলাম, হবিগঞ্জের কৃপেশ রায়, গোয়াইনঘাট সাব রেজিষ্টারী অফিস সভাপতি এবাদুর রহমান, সাংগঠনিক মোহাম্মদ আলী, কানাইঘাটের সাব রেজিষ্টারী অফিসের সভাপতি হাফিজুল হক সাইফুল, জৈন্তাপুরের সভাপতি ফয়জুর রহমান, কার্যকরী সদস্য মোতাহার হোসেন, অজয় দে, সুগ্রীব দে শাওন, সঞ্জু লাল ধর, মোশাররফ হোসেন, উজ্জল কান্তি দে, সৈয়দ দুলাল, মাহমুদ আহমদ, রাজু তালুকদার, নুরুজ্জামান জাহেদ, শাহ আজিজ, নুর আলম, নারী নেত্রী পূর্ণিমা রানী দত্ত, পারবিন আক্তার, রাবেয়া খানম, রোকশানা খানম, সেলিনা নাজনিন, শান্তা তহবিলদার, শামসুদ্দিন, আমিনুর রহমান, তরুণ শর্ম্মা প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031