শিরোনামঃ-

» বিনা বিচারে কারাগারে আটক রয়েছেন দেড় যুগ

প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০১৬ | রবিবার

ডেস্ক সংবাদ:: বিনা বিচারে দেড় যুগ ধরে কারাগারে বন্দি থাকা ৪ জনের মধ্যে ৩ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিনের অপেক্ষায় প্রায় দেড় যুগ ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ওই চারজন হচ্ছেন, চাঁন মিয়া, মকবুল, সেন্টু ও বিল্লাল। এদের মধ্যে চাঁন মিয়া ছাড়া বাকি ৩ জনকে জামিন দেওয়া হয়েছে।
একইসঙ্গে আদালত ওই ৩ জনের মামলা ৯০ দিনের মধ্যে এবং চাঁন মিয়ার মামলা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ হাইকোর্টের নির্দেশে ৪ জনকে কারাগার থেকে আদালতে হাজির করার পর রবিবার এ আদেশ দেন।
একটি বেসরকারি টিভি চ্যানেলে ওই ৪ জনকে নিয়ে প্রতিবেদন প্রচার হওয়ার পর আদালত এ আদেশ দেন।
প্রতিবেদনটি ২০ নভেম্বর আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা।
বিনা বিচারে কারাগারে আটক ৪ জনের একজন রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির সেন্টু কামাল গ্রেফতার হন ২০০১ সালে।
সর্বশেষ গত মাসেও তাকে হাজির করা হয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ।
কিন্তু ১৬ বছরে ৫৯ কার্যদিবস আদালতে হাজির করা হলেও মামলা শেষ হয়নি। মামলা শেষ হয়নি কুমিল্লার বিল্লাল হোসেনেরও।
প্রসঙ্গত, এর আগে ১৫ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন ১৭ বছর বিনা বিচারে কারাগারে থাকা ঢাকার সূত্রাপুরের ৫৯, গোয়ালঘাট লেন এলাকার মো. শিপন মিয়া।
একইভাবে তার বিষয়টি গত ৩০ অক্টোবর নজরে আনা হলে শিপনকে ৮ নভেম্বর হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।
হাজির করার পর গত ৮ নভেম্বর বিচার শেষ না হওয়া পর্যন্ত শিপনকে জামিন দেন আদালত। ২০০০ সালের ৭ নভেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে ঢাকা ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ তে ছিলেন শিপন।
এদিকে, ৫ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দি আছেন- এমন লোকের তালিকা চেয়ে দেশের সবগুলো কারাগারে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়।
এরই মধ্যে ৫৬ বন্দির তালিকা আইজি (প্রিজন্স) কার্যালয়ে পাঠিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031