শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে যৌতুকের দায়ে স্বামীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার

কোম্পানীগঞ্জ থেকে শেখ মোর্শেদ:: সিলেটের কোম্পানীগঞ্জে যৌতুকের দায়ে এক স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিমল চন্দ্র সিকদার মামলা গ্রহনের আদেশ দিয়েছেন। মামলার বাদী হচ্ছেন উপজেলার বটেরতল গ্রামের গৃহবধূ ২ সন্তানের জননী সুনারা বেগম।

অভিযোগে প্রকাশ, বটেরতল গ্রামের মো. আব্দুল মান্নান আজ থেকে একযুগ আগে সুনারা বেগমকে বিয়ে করে বিদেশ চলে যান। দেশে ফিরে তিনি গোপনে একাধিক বিয়ে করেন ও একজনকে তালাকও দেন।

একপর্যায়ে ‘বিয়ে পাগল’ আব্দুল মান্নান স্ত্রী সুনারা বেগমের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় আব্দুল মান্নান ও তার সহযোগীরা সুনারা বেগমের সোনা-গহনা লুট করে তাকে মারপিট করতে থাকেন।

সর্বশেষ গত ৩০ নভেম্বর সকালে যৌতুক দাবিতে স্বামী ও তার স্বজনরা মারপিট করে গুরুতর অবস্থায় তাকে ঘর থেকে বের করে দেন।

খবর পেয়ে স্বজনরা সুনারাকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সুনারা বেগম গত ১ ডিসেম্বর বৃস্পতিবার সিলেটের বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী সহ ৩ জনকে আসামী করে একটি মামলা (নং-৬৯৭/২০১৬) করেন।

মামলার অপর আসামীরা হচ্ছে সুনারার শাশুড়ী মালেখা বেগম ও মালেখার জামাতা উপজেলার চাটিবহরের হামিদ খাঁ।

আদালত মামলা গ্রহণ করে ২৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের সেরেশতা বিভাগ মামলার সত্যতা নিশ্চিত করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031