শিরোনামঃ-

» হাঙ্গেরীর যাত্রাকালে প্রধানমন্ত্রীর বিমান অবহেলায় ৬ জন বরখাস্ত

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

ডেস্ক সংবাদঃ হাঙ্গেরির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে কারিগরি ত্রুটির জন্য ৬ জনকে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- বিমানের প্রকৌশল বিভাগের কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন, সিদ্দিকুর রহমান।

বুধবার সন্ধ্যায় বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সন্ধ্যায় মুঠোফোনে বিমানের চেয়ারম্যান ইনামুল বারী সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রাথমিক তদন্তে বিমানের প্রকৌশল শাখার ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে ৫ জন প্রকৌশলী। আর একজন টেকনিশিয়ান।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বরখাস্তকৃত ছয়জনই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ইঞ্জিনের দেখভালের দায়িত্বে ছিলেন। সাধারণত কোনো ভিভিআইপি বিমান ফ্লাইংয়ের আগে সেটি পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব কাউকে দেয়া হয়।

ওই বিমানটির ইঞ্জিন পরীক্ষার দায়িত্বে ছিলেন ওই ৬ জন। এর মধ্যে রোকনুজ্জামান ছিলেন সুপারভাইজারের দায়িত্বে।’

প্রাথমিক তদন্তে ওই ৬ জনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান বিমান চেয়ারম্যান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবো। ওই প্রতিবেদনে সবকিছু উঠে আসবে।’

ইনামুল বারী বলেন, ‘প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা যেই মুহুর্তে মাথা তুলে দাঁড়াতে চেয়েছিলাম, সেই মুহুর্তেই ঘটনাটি ঘটল। এটা আসলে মেনে নেয়া যায় না।’

তবে বিকালে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ৫ জনের অবহেলার কথা বলেছিলেন। তাদের নামও বলতে পারেননি তিনি।

গত রবিবার হাঙ্গেরি যাওয়ার পথে ত্রুটি ধরা পড়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। বিমানটির অয়েল প্রেসার কমে গিয়েছিল বলে সাংবাদিককে জানিয়েছেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান ইনামুল বারী।

সোমবারই এই ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়। এর দুটি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অপরটি করে মন্ত্রণালয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি কমিটি বিকালে প্রতিবেদন জমা দেয়। পরে এ নিয়ে কথা বলেন মন্ত্রী মেনন।

বিমানমন্ত্রী বলেন, তারা ৩টি বিষয়টি সামনে রেখে তদন্তে নেমেছিলেন। একটি আবহাওয়া, দ্বিতীয়টি কারিগরি জটিলতা এবং তৃতীয়টি মানবিক অবেহলা। মেনন বলেন, ‘৩টি ফ্যাক্টরের মধ্যে হিউম্যান ফেইলর ফ্যাক্টর প্রমাণিত হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এই ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বশীলদের অবহেলার অভিযোগ প্রমাণ হয়েছে। আমরা ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি। আরও ২/১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।’

৫ জনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে-জানতে চাইলে মেনন বলেন, তাদেরকে সাময়িক বরাখাস্ত করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি। এটা রাষ্ট্রীয় জরুরি বিষয়। এ কারণেই বিষয়টিকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিমানের একটি তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে পাঁচজনের অবহেলার প্রমাণ মিলেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

বিমানমন্ত্রী বলেন, ‘বিমানে অদক্ষতা আছে। এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বহনকারী বিমানের বিষয়ে নতুন চিন্তা করা হচ্ছে।’

৩ দিনের হাঙ্গেরি সফর শেষে এরই মধ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তবে সফরে যাওয়ার অভিজ্ঞতার কারণে ফিরতি পথে বাড়তি সতর্ক বিমান।

ফিরতি পথে বিমান পাল্টে তুলনামূলক নতুন একটি উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী হাঙ্গেরি যাওয়ার সময় ব্যবহার করেছিলেন বিমানের বোয়িং সেভেন সেভেন সেভেন থ্রি হানড্রেড ইআর উড়োজাহাজ। এর নাম ছিল ‘রাঙা প্রভাত’।

আর ফেরার পথে ব্যবহার করা হচ্ছে বোয়িং সেভেন সেভেন সেভেন। এই নাম ‘আকাশ প্রদীপ’।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031