শিরোনামঃ-

» বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ’র সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০১৬ | বুধবার

ষ্টাফ রিপোর্টার: আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সিলেট জেলা পরিষদে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ, সিলেট জেলা শাখার সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টায় সিনিয়র আইনজীবি এডভোকেট আব্দুল মালেকের সোবহানীঘাটস্থ বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এএফএম রুহুল আনাম চৌধুরী মিন্টু।

উক্ত প্রস্তুতি সভায় আসন্ন ১৩ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনকে সফল করার লক্ষ্যে নবীণ ও প্রবীণ আইনজীবিদের নিয়ে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- এডভোকেট মো. আজিজুর রহমান, এডভোকেট একেএম সমিউল আলম, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট প্রদীপ ভট্রাচার্য, এডভোকেট মিছবাহ উদ্দীন চৌধুরী, এডভোকেট মোশাহিদ আলী, এডভোকেট আনোয়ার হুসেন, এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট সুনীল চন্দ্র দাস, এডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, এডভোকেট বিপ্লব কান্তি দে মধাব, এডভোকেট হুমায়ুন কবির বাবুল, এডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট রেজাউল করিম চৌধুরী, এডভোকেট অরুন দেবনাথ, এডভোকেট রনজিত সরকার।

b3প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এএফএম রুহুল আনাম চৌধুরী মিন্টু বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে আরো সুসংগঠিত করতে আসন্ন সম্মেলনকে সফল করতে আমাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। বিভিন্ন উপ-কমিটির দায়িত্ব প্রাপ্তদের একে অন্যের সাথে সমম্বয় করে সম্মেলনকে সফল করতে হবে। সম্মেলনে ৪শ’ থেকে ৫শ’ জন আইনজীবির সম্মিলন ঘটাতে হবে।

সভাপতির বক্তব্যে এডভোকেট আব্দুল মালেক বলেন, আমাদের সজাগ হতে হবে। মৌলবাদীরা এখনো তৎপর রয়েছে দেশে যেকোন ধরনের পরিস্থিতি তৈরী করতে। সম্প্রতি প্রধানমন্ত্রীর হাঙ্গেরী যাত্রাকালে যে বিমানে ত্রুটি দেখা দিয়েছে সেটা তারই অংশ হিসেবে তিনি উল্লেখ করেন। তাই দলকে সুসংগঠিত করতে হবে। সক্রিয় নেতা-কর্মীর সমম্বয় ঘটানোর মাধ্যমে বঙ্গবন্ধু আইনজীবি পরিষদকে শক্তিশালী করা সম্ভব।

পরিশেষে তিনি প্রস্তুতি সভায় আগত সকল আইনজীবিকে ধন্যবাদ ও সাধুবাদ জানান।

আসন্ন বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ সম্মেলনে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এবং পরিচিত হন- সভাপতি প্রার্থী এডভোকেট আজিজুর রহমান, সাধারন সম্পাদক প্রার্থী এডভোকেট মো. আব্দুল কুদ্দুস, এডভোকেট হোসেন আহমদ, যুগ্ন-সম্পাদক প্রার্থী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট আজমল খান, সহ-সম্পাদক এডভোকেট মো. আজমল হোসেন, এডভোকেট প্রবাল চৌধুরী ও এডভোকেট রঞ্জু দেবনাথ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট সাত্তার, এডভোকেট কাশেম, এডভোকেট জামিনুল হক, এডভোকেট মো. নানক, এডভোকেট মনির উদ্দিন, এডভোকেট মামুন রশিদ, এডভোকেট দেলোয়ার হুসেন, এডভোকেট পদ্মাসেন সিনহা, এডভোকেট হুসেন আহমদ, এডভোকেট মখলিছুর রহমান, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট বাবুল ভৌমিক, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট হুমায়ুন রশীদ, এডভোকেট সত্যজিত কুমার দাস, এডভোকেট মো. শহীদুল্লাহ, এডভোকেট শিব্বির আহমদ বাবলু, এডভোকেট মাসুক আহমদ, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট তাপস ভট্রাচার্য, এডভোকেট সুজিত বৈদ্য, এডভোকেট পিংকু দেব, এডভোকেট আতিকুর রহমান, এডভোকেট আয়েশা বেগম, এডভোকেট নিজাম আহমদ, একেএম কাওছার আহমদ, সিলেট বাংলা নিউজ’র সম্পাদক মো. কামাল আহমদ প্রমূখ।

উল্লেখ্য, সম্মেলনের শেষ দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031