শিরোনামঃ-

» সিলেটে হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট’র রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০১৬ | বুধবার

 

ষ্টাফ রিপোর্টারঃ মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বর ও নৃসংশ গনহত্যার প্রতিবাদে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের সিলেট বিভাগীয় কমিটি।

বুধবার বাদ আসর অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন- মায়ানমারে মুসলমান রোহিঙ্গাদের উপর যে বর্বর ও নৃশংস গনহত্যা চালানো হচ্ছে তা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানাচ্ছে।

এ ব্যাপারে জাতিসংঘ সহ বিশ্ব মোড়ল দেশগুলোর রহস্যজনক নিরবতায় আমরা হতাশ। মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তারা। মায়ানমারে মুসলিম রোহিঙ্গা গনহত্যা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ববিবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান’র সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ লে: কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় সভাপতি ড. দিলীপ কুমার দাস এডভোকেট, গাজী সৈয়দ বোরহান উদ্দীন মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ নাসিরুদ্দীন, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আসলাম রহমানী, মহানগর সদস্য সচিব মাওলানা হাফিজ আব্দুল মালিক, জাবালে নুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নাজিম উদ্দীন, আলেমে দ্বীন মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, হিউম্যান রাইটস ওয়াচ এর সিলেট বিভাগীয় সহ-সভাপতি শরীফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মহিউদ্দীন চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মাদানী কাফেলা সিলেট এর সভাপতি রুহুল আমীন নগরী, সাধারন সম্পাদক সম্পাদক সালেহ আহমদ শাহবাগী, হিউম্যান রাইটস সিলেট বিভাগীয় সহ-সাধারন সম্পাদক আব্দুল আউয়াল মিসবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমজেএইচ জামিল, সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ, সমাজ কল্যান সম্পাদক আব্দুস শুকুর, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী লুৎফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিমুর রিয়াজ, সদস্য প্রভাষক জহিরুল ইসলাম জহির, মহসিন উদ্দীন তালুকদার, রত্না বেগম, নোমান আহমদ, কাউসার আহমদ, জামিল আহমদ, হাসান আলী খান, আব্দুল মান্নান, শাহেদা বেগম, গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশন সভাপতি মো. কামাল আহমদ, নিসচা সিলেট জেলা সাধারন সম্পাদক শাহ গুলজার আলী, বাউল বশির উদ্দীন সরকার, জালালাবাদ রিকভারি ক্লাবের সভাপতি শিপলু আহমদ, সেক্রেটারী মাহমুদ হোসেন খান, অজয় দে, সিদ্দিকুর রহমান শিপন, তায়েফ খান প্রমুখ।

মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুর রহমান মাহফুজ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031