শিরোনামঃ-

» ওসমানীনগর-বালাগঞ্জে আমন ধানের বাম্পার ফলন!

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর-বালাগঞ্জ ২ উপজেলায় দোলা খাচ্ছে আমন ধানের সোনালি ফসল।

মাঠের পাকা ধান কেটে গোয়ালে তুলার চেষ্টায় এখন ব্যস্ত ২ উপজেলার কৃষকরা। ক্ষেতে সোনলী ফসল দেখে কৃষকদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। শীতের সকাল থেকে পরন্ত বিকেল পর্যন্ত মাঠে মাঠে ফসল কর্তনের চিরাচারিত দৃশ্য দুই উপজেলার প্রতিটি গ্রাম জুরে।

উপজেলায় প্রতিটি হাওরগুলোতে এখন চলছে আমন ধান কাটার মহাউৎসব।

সরেজমিনে উপজেলার একাধিক হাওরে দেখা গেছে, কৃষক-কৃষাণীরা আমন ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের যেন দম ফেলার সময় নেই। কৃষক কৃষানীরা এ মৌসমে আমনের বাম্পার ফলন নিয়ে বেশ খুশি।

২ উপজেলার একধিক কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে প্রাকৃতিক অনকুল পরিবেশ ও পোকা মাকড়ের আক্রমণ কম থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে।

তাছাড়া সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সার, বীজ, কীটনাশক সরবরাহ পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সময়ে সঠিক পরিচর্যার ফলে রোপা আমন ফলন গত বছরের চেয়ে ভাল হয়েছে। তাই এ মৌসমে আমনের ফলন নিয়ে আমরা বেশ খুশি। বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস

সূত্রে জানা গেছে, চলতি বছরে বালাগঞ্জের -ওসমানীনগরের ২ উপজেলার মোট ১৪টি ইউনিয়নের ২৯টি কৃষি বক্লে মোট ১৬ হাজার ৯শ ৯০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে।

এর মধ্যে উফশী ১৩ হাজার ৫শ ২০ ও স্থানীয় জাতের ৩ হাজার ৪শ ৬০ হেক্টর। যা গত বছর দুই উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ১৫ হাজার ৫শ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছিল।

গত বছরের তুলনায় এ বছর ২৯টি কৃষি বক্লে ১ হাজার ৪শত ৯০ হেক্টর বেশি আমন আবাদ হয়েছে। ইতোমধ্যে পুরোদমে আমন ধান কাটা শুরু হয়েছে।

বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মালেক, সিলেটবাংলানিউজ কে বলেন, চলতি বছরে দুই উপজেলায় ১৬ হাজার ৯শ ৯০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে।

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সার, বীজ, কীটনাশক সরবরাহ পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সময়ে কৃষকদের সঠিক পরিচর্যার ফলে রোপা আমন ফলন গত বছরের চেয়ে ভাল হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০০৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031