শিরোনামঃ-

» স্মার্টফোন অ্যাপে ক্ষতিতে বাংলাদেশ, ভাবনায় বিটিআরসি!

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০১৬ | শনিবার

টেলিকমিনিকিউশন ডেস্ক:: দেশে এখন শুধু অবৈধ ভিওআইপি নয়; ভাইবার, হোয়াটস অ্যাপ ও ইমোর মত স্মার্টফোন অ্যাপে ভয়েস কল সুবিধার কারণে বিটিআরসির লোকসান হচ্ছে।
স্মার্টফোন অ্যাপে ভয়েস কল সুবিধার কারণে আন্তর্জাতিক ফোনকলের ব্যবসায় বাংলাদেশ মার খাচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান শাহজাহান মাহমুদ।
গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) বিটিআরসির কার্যালয়ে ‘অবৈধ ভিওআইপি ও সমসাময়িক বিষয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় বিটিআরসি প্রধান আন্তর্জাতিক কলরেট বৃদ্ধির পর বৈধ কলের পরিমাণ কমে আসার চিত্র তুলে ধরেন।
তিনি জানান, আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট বাড়ানোর আগে বৈধ পথে গড়ে দিনে ১২ কোটি মিনিট ইনকামিং কল দেশে আসত।
২০১৫ সালের আগস্টে কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে ২ সেন্ট করার পর এখন তা দৈনিক গড়ে ৭ কোটি মিনিটে নেমে এসেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মোবাইল ফোনে এ ধরনের  ওভার দ্য টপ অ্যাপ ব্যবহার করে ভয়েস কলের সুবিধা নিয়ে আগামী ২/১ মাসের মধ্যে একটি সিদ্ধান্তে আসতে চায় বিটিআরসি। তবে কল কমার জন্য দাম বাড়ানোকেই মূল কারণ বলে মনে করছে না বিটিআরসি চেয়ারম্যান।

এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এ ব্যাপারে কোনো নীতিমালা এখনও প্রণয়ন করা হয়নি।

পৃথিবীর অন্যান্য দেশের উদাহরণ নেওয়ার চেষ্টা করছি। কোন কোন দেশে এসব অবৈধ ঘোষণা করেছে, অনেক দেশ বলেছে শুধু ডেটা সরবরাহ করা যাবে- ভয়েস নয়।
এ ব্যাপারে আমরা সবেমাত্র চিন্তা শুরু করেছি। আগামী ২/১ মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031