শিরোনামঃ-

» কানাইঘাট দারুল হাদিস মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০১৬ | বুধবার

মোশাররফ বিন হোসাইন, কানাইঘাট প্রতিনিধিঃ পূর্ব সিলেট আযাদ দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি, কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী বলেছেন, বার্মার মুসলমানরা আজ বৌদ্ধদের হাতে চরমভাবে নির্যাতিত ও নিপিড়ীত।

তাই মানবতার তাড়নায় ওদের সাহায্যে এগিয়ে আসা বিশ্ব মুসলমানদের ঈমানী দায়িত্ব।

আল্লামা লক্ষীপুরী বলেন, দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসা হচ্ছে ইলমুল ওহী অর্জনের একটি প্রচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতা করা এলাকার দ্বীনদার ধনাঢ্য ব্যক্তিগণের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, যতদিন এ জামেয়া থাকবে অত্রাঞ্চলে সঠিক দ্বীন ইসলাম কায়েম থাকবে। আল্লামা লক্ষীপুরী বলেন, ইসলামের একেকজন সঠিক সৈনিক গঠনে দারুল উলূমের বিকল্প নেই।

তিনি বুধবার (২৩ নভেম্বর) বিকেলে কানাইঘাট দারুল হাদিস মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

জামেয়ার সহকারী শিক্ষক মাওলানা ক্বারী হারুনুর রশিদ চতুলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল্লামা মুফতি জুনায়েদ কাসিমী ঢাকা।

অন্যান্যদের মধ্যে বয়ান পেশ করেন, শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, আল্লামা মুফতি ইউসুফ শায়খে শ্যামপুরী, আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা শামসুদ্দিন দুর্লভপুরী, হাফিজ মাওলানা মুফতি হারুনুর রশিদ উজানীপাড়ী, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা মুবশ্বির আলী, মাওলানা শিহাব উদ্দিন বড়চতুলী।

দুপুরে মাদ্রাসার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৮’শ জন তালাবাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণ করেন, মাদ্রাসার নাইবে শায়খুল হাদিস আল্লামা শামসুদ্দিন দুলর্ভপুরী, সহযোগিতা করেন, মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুল হক গোবিন্দপুরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা এনামুল হাসান, মাওলানা তৈয়্যিব আহমদ, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

বার্ষিক মাহফিলে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, সাবেক মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম এ হান্নান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফিজ নজির আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০০৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30