শিরোনামঃ-

» সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়াল্ড ব্যাংকের ওছঅঈ প্রজেক্টের উদ্বোধন

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজঃ ওয়াল্ড ব্যাংকের অর্থায়ানে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালনায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওছঅঈ (ওহংঃরঃঁঃরড়হধষ ছঁধষরঃু অংংঁৎধহপব ঈবষষ) প্রজক্টের উদ্বোধন ও ইনস্পেশন ট্রেনিং প্রোগ্রাম -২০১৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মুনির উদ্দীনের সভাপতিত্বে আমেরিকান কর্ণারে ওছঅঈ (ওহংঃরঃঁঃরড়হধষ ছঁধষরঃু অংংঁৎধহপব ঈবষষ) অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মোছা. সামছি বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওছঅঈ (ওহংঃরঃঁঃরড়হধষ ছঁধষরঃু অংংঁৎধহপব ঈবষষ) প্রধান, অধ্যাপক ড. মেছবাহ উদ্দীন আহমেদ এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য, শাহরিয়ার রবিন আহমেদ, রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি এ্যাসোরিওয়ান্স স্পেশালিস্ট, ছঅট, অধ্যাপক ড. মো. আবুল কাশেম এবং অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী।

আরও উপস্থিত ছিলেন ওছঅঈ (ওহংঃরঃঁঃরড়হধষ ছঁধষরঃু অংংঁৎধহপব ঈবষষ) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক সহযোগী অধ্যাপক এক্রামুল ফারুক, অতিরিক্ত পরিচালক সহকারী অধ্যাপক মো: মশিউর রহমান, রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930