শিরোনামঃ-

» চাঞ্চল্যকর আকরাম হত্যা; সাবেক এমপিসহ ৮ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্ক:: যশোরের অভয়নগরের ডা. আকরাম হত্যা মামলায় যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এমএম আমিনউদ্দিনসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এমএম আমিনউদ্দিন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, ছাত্রদলের অভয়নগর উপজেলা সভাপতি মোল্লা হাবিবুর রহমান হাবিব, অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক, লোকসমাজের অভয়নগর প্রতিনিধি, বিএনপি নেতা নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌর যুবদল নেতা সৈয়দ আলী মিস্ত্রি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিএম বাচ্চু এবং যুবদল কর্মী ইউশা মোল্লা।
এদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইউশা মোল্লা পলাতক রয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক সংসদ সদস্য এমএম আমিনউদ্দিন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু ও অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক রয়েছেন। রায়ে ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ আগস্ট রাত ১০টার দিকে বোমা হামলায় নিহত হন অভয়নগর উপজেলার তৎকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকরাম আলী মোল্লা।

এ  ঘটনায় ডা. আকরামের ভাই ডা. এম আশরাফ আলী মোল্লা বাদী হয়ে ১৪ জনের নামে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে ২ আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

২০০৮ সালের ১৫ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
গত ১৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

আদালতে আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, আবদুল মালেক, চৌধুরী তৌহিদুর রহমান তুষার, সুজিত অধিকারী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031