শিরোনামঃ-

» পুলিশ-ম্যাজিষ্ট্রেসি মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ:: সিলেটের চীফ জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট কাজী আব্দুল হান্নান বলেন, আমাদের সকলেরই লিমিটেশন আছে সেই লিমিটেশনের ভিতর থেকে মামলার বাদী বিবাদীদের সর্বোচ্চ সেবা দিতে হবে। পরস্পরের আলোচনায় কিভাবে মামলা দ্রুত নিষ্পত্তি করা যায়, সেই বিষয় আলোচনা করেন।

শনিবার সকাল ১০টায়  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের কার্যালয় সিলেটের পুলিশ-ম্যাজিষ্ট্রেসি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আইনের ফাক ফোকড়র দিয়ে নে অপরাধীরা বেরিয়ে যেতে না পারে এবং নিরপরাধ ব্যক্তিরা যেন অহেতুক হয়রানীর না হওয়ার আমাদের সবাইকে আন্তরিক থাকতে হবে।

তিনি  উপস্থিত সকল কর্মকর্তাদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোছা. আবু ওবাইদা, বিভাগীয় বন কর্মকর্তা সিলেট বন বিভাগ আরএসএম মুনিরুল ইসলাম, চীফ জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলাম, জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট মো. আতিকুল হায়দার, সিলেট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম সমউিল আলম, সুর্বণা সিনহা, শারমিন খানম নিলা, ফারজানা শাকিলা সুমি চৌধুরী, এডিশনাল এসপি সিলেট আবুল হাসনাত খান, এডিশনাল এসপি ড. আ.ক.ম আকতারুজ্জামান বসু মিয়া, অতিরিক্ত পিপি এডভোকেট শামছুল ইসলাম, এএসপি দক্ষিণ সার্কেল মো. আমিনুল ইসলাম সরকার, এপিপি বিপ্লব কান্তি দে মাধব, কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আব্দুস ছালেক, কোম্পানীগঞ্জ ইন্সপেক্টর তদন্ত মো. রুহল আমিন, বালাগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার, কোম্পানীগঞ্জ থানার ওসি ইনচার্জ বায়েছ আলম, জকিগঞ্জ থানার ওসি মো. শফিকুর রহমান খাঁন, ওসমানীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনোয়ারুল ইসলাম, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল বাসার মোহাম্মদ বসরুজ্জামান, বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, গোয়াইনঘাট থানার ওসি মো. দিলওয়ার হোসেন, শমসের নগর থানার ওসি মো. আব্দুল আওয়াল চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার ওসি মো. শফিউল কবির, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম আশরফা, ফরেন্সিক মেডিসেন প্রভাষক সিওমেক ডা. মো. শামসুল ইসলাম, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. গৌরি রাণী দেবণাথ,  চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট সিলেটের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031