শিরোনামঃ-

» জেলা প্রশাসকের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক ।। পরিবহণ ধর্মঘট ১২ নভেম্বর পর্যন্ত স্থগিত

প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ:: পরিবহণ শ্রমিক নেতাদের সাথে প্রশাসনের বৈঠক হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শ্রমিক নেতারা আগামী ১২ নভেম্বর পর্যন্ত সব ধরনের পরিবহণ ধর্মঘট স্থগিত করেন।

বৈঠকে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন শ্রমিক নেতাদের ৬ দফা দাবি, দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার, অবৈধ দোকানপাট উচ্ছেদসহ ৪ দফা দাবি বাস্তবায়ন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সিলেটের সকল পৌরসভায় যানবাহন থেকে পৌর ট্যাস্ক আদায় বন্ধ করা, সিলেটের সকল সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ, ট্রাফিক হয়রানি বন্ধ, অকারণে গাড়ি রিকুইজিশন বন্ধ, রেকারিংয়ের নামে বাণিজ্য বন্ধ, রিকুইজিশনকালে গাড়ির প্রয়োজনীয় জ্বালানি ও চালকের খোরাকিসহ রাতে থাকার জায়গা দেয়া, মামলায় অতিরিক্ত জরিমানা বন্ধ করা, ট্রাফিক অফিসে মালিক শ্রমিকদের বসার ব্যবস্থা করে দেয়া, সিলেটের সকল ভাঙা রাস্তা সংস্কার করা, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা চলাচল বন্ধ করা, জাফলং বিছনাকান্দি পাথর কোয়ারি চালু করা, প্রতিশ্রুতি মোতাবেক অবিলম্বে ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা, অটোটেম্পো গাড়ির ডাম্পিং সিদ্ধান্ত বাতিল করা, ইঞ্জিন চালিত রেজিস্ট্রেশনবিহীন ট্রলি দিয়ে মালামাল বহন বন্ধ করার ব্যাপারে আলোচনা করেন।

এ সময় জেলা প্রশাসক শ্রমিকদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে জাফলং বিছনাকান্দি পাথর কোয়ারি চালু করার বিষয়টি তাঁর হাতে নেই বলে জানান।

তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ করা হয়েছে। তাই এ ব্যাপারে আগামী ৯ নভেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে এবং ১১ নভেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে শ্রমিক নেতাদের আলোচনা করার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন।

এ সময় শ্রমিক নেতারা বলেন, জাফলং বিছনাকান্দি পাথর কোয়ারি বন্ধ হওয়ায় কয়েক হাজার ট্রাক চালক অসহায় হয়ে পড়েছেন।

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুল রহমান, মহানগর পুলিশের উপ-কমিশনার দক্ষিণ বাসু দেব বণিক, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি ট্রাফিক) নিকোলিন চাকমা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক গফুর মিয়া, সিলেট জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, শ্রমিক নেতা মঈন, মতসির আলী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031