শিরোনামঃ-

» বিটিআরসি’র মোবাইল ফোন গ্রাহকদের সতর্কতার পরামর্শ

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ তথ্য প্রযুক্তিঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নামে ফোন করে এবং মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে। গতকাল বিটিআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি কতিপয় প্রতারকচক্র বিটিআরসির নামে ফোন কল ও খুদে বার্তার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। তারা সিম রেজিস্ট্রেশন তথ্য, বিকাশ ও অন্যান্য মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট পিন, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।

এক্ষেত্রে বিভিন্ন মোবাইল অপারেটর নম্বর এবং অবৈধ প্রযুক্তি ব্যবহার করে বিটিআরসির ল্যান্ড লাইন +৮৮০২৯৬১১১১১ বা মোবাইল নম্বর +৮৮০১৫৫৫১২১১২১ কপি করে ব্যবহার করতে দেখা যাচ্ছে। এমনকি বিটিআরসি নামেও কল করতে দেখা যাচ্ছে।

এছাড়া ইউ রহভড়, ইধহমষধফবংয রহভড়, ইঞজঈ রহভড় প্রভৃতি নামে বিভিন্ন এসএমএস পাঠিয়ে পিন নম্বর বা অর্থ চাওয়া হচ্ছে।

বিটিআরসি থেকে কল বা খুদে বার্তার মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জটিলতা দূরীকরণের নামে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বা গোপন পিন, পাসওয়ার্ড চাওয়া হয় না।

প্রতারক, অপরাধীচক্র বিটিআরসির নাম করে ব্যক্তিগত তথ্য, গোপন পিন বা পাসওয়ার্ড, অর্থ বা পুরস্কার প্রাপ্তি সংক্রান্ত কল অথবা খুদে বার্তার জবাবে তথ্য ও অর্থ প্রদান করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে বিটিআরসি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031