শিরোনামঃ-

» কার জায়গায় খেলবেন নাসির?

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টস বিভাগঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের শেষ দশ ওভারের ব্যাটিং খুব ভালো হচ্ছে না। তাই এখন ভালোভাবেই আলোচনায় এসেছে, ব্যাটিংয়ের নিচের সারিতে একজন ফিনিশারের খুবই ওভাব।
গত কয়েকমাস ধরে একটি প্রশ্ন অসংখ্যবার উচ্চারিত হয়েছে-নাসিরকে কেন দলে নেওয়া হচ্ছে না? ইংল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচ অবিশ্বাস্যভাবে হেরে যাওয়ার পর সেই প্রশ্ন আরও জোরদার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছেয়ে গেছে একটা ইস্যুতেই। আর সেটা হলো নাসির।

এই ফিনিশার হিসেবে যার নামটি আলোচনায় এসেছে বেশি আলোচনায় এসেছে, তিনি হচ্ছেন নাসির হোসেন। দলে থাকলেও এই অভিজ্ঞ অলরাউন্ডারের বেশ কিছুদিন হলো একাদশে জায়গা হচ্ছে না। তাই এখন প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দলে স্থান পাবেন তিনি?
জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যাওয়া বাংলাদেশ দলে এখন জায়গা করে নেওয়া কঠিন-একথা যথার্থ। অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছে। কিন্তু বিসিবি প্রেসিডেন্ট বললেন অন্য কথা।

শনিবার রাজধানীর এক হোটেলে নাসির প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, ‘কার জায়গায় খেলবেন নাসির? নাসিরকে খেলাতে হলে বাদ দিতে হবে মোশাররফ হোসেন রুবেলকে। একজন বাঁহাতি স্পিনারকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা খুব একটা সহজ হবে না। যেখানে তাদের চারজন ডানহাতি হার্ডহিটার ব্যাটসম্যান রয়েছেন।’

নাসির দলে থাকলেও বেশ কিছুদিন ধরেই একাদশের বাইরে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৬ রানের দারুণ একটি ইনিংস খেলেও নির্বাচকদের আস্থা কুড়াতে পারেননি তিনি। তাই এখন প্রশ্ন উঠেছে, আর কত উপেক্ষিত থাকবেন তিনি।

তাহলে দ্বিতীয় ওয়ানডের টিম কম্বিনেশন কী হবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “কার বিরুদ্ধে কি করতে হবে আমরা তা নিয়ে কাজ করছি। যেটা ভালো মনে হয়, সেটাই করবো। আশা করি বাংলাদেশ দল এখন যে জায়গায় এসেছে, বারবার একই ভুল করবে না।”

বিসিবি প্রেসিডেন্টের সুরে সুর মিলিয়েছেন ম্যানেজার সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। তার ভাষায়, “পরিবর্তন করলে আমরা জিতবো, পরিবর্তন না করলে জিতবো না এমনটা ঠিক নয় টেকনিক্যাল দিকগুলো আমাদের কোচ দেখবে। কোথায় কি দরকার তা অধিনায়কের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে।”

দলে নাসিরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “এটা নির্বাচক, কোচ ও অধিনায়কের ব্যাপার। অবশ্যই নাসির আমাদের পরিকল্পনায় আছে, যেহেতু ও ১৪ জনের দলে আছে।”

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031