শিরোনামঃ-

» খাদিমপাড়াস্থ ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টস বিভাগ:: জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেন, খেলাধুলা মন ও স্বাস্থ্যকে ভাল রাখে।

বাংলাদেশ এখন খেলাধুলার ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে। ক্রিড়াঙ্গণে এ সাফল্য বিশ্বজুড়ে তাক করার মতো। আমাদের এ গৌরব ধরে রাখতে প্রতিটি ইউনিয়নে এভাবে টুর্নামেন্টের মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে হবে।

একসময় তারা জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে খেলে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে বলে আমি মনে করি। খেলাধুলা মন বিকাশ সহ একে অন্যের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সহযোগীতা করে।

তিনি গতকাল নগরীর ৪নং খাদিমপাড়াস্থ ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে বিকাল ৪টায় সিলেট সরকারী কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৪নং খাদিম পাড়া 5ইউপি চেয়ারম্যান এডভোক্ আফছর আহমদের সভাপতিত্বে ও শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক এসএম নুনু মিয়া, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গির আলম, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মো. মিলন মিয়া, মতিউর রহমা রিপন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনু, কবির আহমদ, বদরুল ইসলাম আজাদ, আলী আহমদ জাকির, মো. মোছাব্বির আহমদ, নিজাম উদ্দিন, ফাতেমা আক্তার পারুল, সাজেদা আক্তার, জুমেরা রহমান জবা।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আক্কাই, গিয়াস ও শামীম। খেলায় ৯নং ওয়ার্ড ২ গোলে ২নং ওয়ার্ডকে পরাজিত করে বিজয়ী লাভ করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031