শিরোনামঃ-

» সিলেট আলীয়া ময়দানে প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল মালিক চৌধুরীর জানাজায় জনতার ঢল

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০১৬ | বুধবার

 

সিলেট বাংলা নিউজঃ প্রখর রোদ্র উপেক্ষা করে হাজার হাজার মুসল্লী, আলেম-উলামা, বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরীর জানাজা।

মঙ্গলবার বাদ জোহর বেলা ২টায় নগরীর ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে উক্ত জানাজা সম্পন্ন হয়। জানাজাপুর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন- আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট এর সভাপতি, সিলেট সরকারী আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস আব্দুল মালিক চৌধুরী আজীবন কুরআনের সমাজ বিনির্মানে কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালে সিলেটবাসী একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমকে হারালো যা সহজে পুরন হবার নয়।

আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট এর সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত জানাজাপুর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- আঞ্জুমানে খেদমতে কুরআনের সাবেক সভাপতি অধ্যাপক ফজলুর রহমান, সাবেক সেক্রেটারী হাফিজ আব্দুল হাই হারুন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান, মরহুমের বড় ছেলে তাহির আহমদ চৌধুরী।

জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী। জানাজায় সিলেটের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্য থেকে উপস্থিত ছিলেন- বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইসহাক আল-মাদানী, হযরত মাওলানা আব্দুল সালাম আল-মাদানী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব চৌধুরী, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী জমিরুদ্দীন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন শাহবাগী, আলীয়া মাদারাসার সাবেক মুহাদ্দিস মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ লে: কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব প্রমুখ।

এছাড়া জানাজায় সিলেটের আলেম-উলামা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক-ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে মাওলানা আব্দুল মালিক চৌধুরীকে নগরীর নয়াসড়ক সংলগ্ন হযরত মানিক পীর (র.) কবরস্থানে দাফন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭২ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30