শিরোনামঃ-

» জাতীয় সম্মেলন সফল করতে মহানগর আওয়ামী লীগের সভা

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজঃ আগামী ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর গুলশান সেন্টারে আয়োজিত সভায় জাতীয় সম্মেলন সফলে নানা পরিকল্পনা গ্রহণ করা হয় এবং আগামী ১৭ অক্টোবর সকাল ১১টায় সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় শহীর মিনার পর্যন্ত প্রচার মিছিল বের করার কর্মসুচী গ্রহণ করা হয়। সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ইউনিটসমুহকে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভার সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

সভাপতির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ অতি দ্রুত এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন।

আজ সেই ঘোষণা বাস্তবে রূপ নিয়েছে। যার ফলে বারবারই আন্তর্জাতিকভাবে তাঁকে সম্মানিত করা হচ্ছে। তাঁর প্রতি আস্থা রেখে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ২০তম জাতীয় সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ঐতিহাসিক এ সম্মেলন সফল ও স্বার্থক করতে সিলেট মহানগর আওয়ামী লীগ সর্বাত্মকভাবে সহ্য়তা করবে।

সভায় বক্ত্যব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা সিরাজ বক্স, এডভোকেট মফুর আলী, হাজী সিরাজুল ইসলাম, তুহিন কুমার দাস মিকন, মোশাররফ হোসেন, এডভোকেট রাজ উদ্দিন, আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলোয়ার, অধ্যাপক জাকির হোসেন, বিজিত চৌধুরী, নূরুল ইসলাম পুতুল, শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম হাসান জেবুল, এডভোকেট কিশোর কুমার কর, তপন মিত্র, জগদীশ চন্দ্র দাস, এডভোকেট সামসুল ইসলাম, আবদুর রহমান জামিল, আজাদুর রহমান আজাদ, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ফাহিম আনোয়ার চৌধুরী, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, ফরহাদ বক্স, ডা. মিফতাউল হোসেন সুইট, আনোয়ার হোসেন রানা, আজহার উদ্দিন জাহাঙ্গীর, প্রদীপ পুরকায়স্থ, এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট বেলাল উদ্দিন, নজমুল ইসলাম ইয়াহিয়া, সালেহ আহমদ সেলিম, এডভোকেট জুনেল আহমদ, জুবের খান, কামাল আহমদ, ফারুক আহমদ চৌধুরী, জামাল আহমদ চৌধুরী, আজম খান, মকসুদ বক্স, আবদুস সোবহান প্রমুখ।

সভায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয় এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তাঁর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031