শিরোনামঃ-

» ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল।
আজ বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। খেলোয়াড় ও কোচিং স্টাফ সহ মোট ২৫ সদস্যের দল ঢাকায় এসেছে।
আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে সফরকারীরা। শুক্রবার ফতুল্লায় বিসিবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী ২৫ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১ অক্টোবর তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে ২ দল। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। আর এই সিরিজের মধ্য দিয়ে দেশের মাটিতে প্রায় ১০ মাস পর ওয়ানডেতে নামবে মাশরাফিরা।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচিঃ

তারিখ ম্যাচ সময় ভেন্যুঃ

২৩ সেপ্টেম্বর, ২০১৬ প্রস্তুতি ম্যাচ সকাল ৯টা ফতুল্লা।
২৫ সেপ্টেম্বর, ২০১৬ প্রথম ওয়ানডে বেলা আড়াইটা মিরপুর।
২৮ সেপ্টেম্বর ২০১৬ দ্বিতীয় ওয়ানডে বেলা আড়াইটা মিরপুর।
১ অক্টোবর, ২০১৬ তৃতীয় ওয়ানডে বেলা আড়াইটা মিরপুর।

এর আগে আফগানিস্তান দেশ ছেড়েছে গত ৫ সেপ্টেম্বর। আবহাওয়া-পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে এই ২ সপ্তাহ ভারতে ২৩ সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলন করেছে দলটি।

এবারই প্রথম আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে আফগানদের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মধ্যে ২০১৪ সালে ফতুল্লায় অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে হেরেছিলো বাংলাদেশ।

ওই ম্যাচের কয়েকদিন পরই মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে বিরাট ব্যবধানে হারিয়েছিলো মাশরাফিরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031