শিরোনামঃ-

» উল্টোপথে গাড়ি চালালে কঠোর ব্যবস্থা : সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ডেস্ক:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “মহাসড়কে উল্টোপথে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর সরাবো এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন চন্দ্রা-নবীনগর সড়কে আন্ডারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “মহাসড়কে যানজটের অন্যতম প্রধান কারণ উল্টোপথে যান চলাচল। ভিআইপি, মন্ত্রী কিংবা যত গুরুত্বপূর্ণ ব্যক্তিই হোক, উল্টোপথে গাড়ি চালালেই ব্যবস্থা নেয়া হবে। উল্টোপথে যানবাহন দেখা গেলে মামলা করা হবে।

মন্ত্রী জানান, যানজট নিরসনে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে মন্ত্রী নবীনগর-চন্দ্রা মহাসড়কের তেঁতুইবাড়ীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের সামনে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আন্ডারপাস উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে যানজট নিরসনে ও মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করতে আনসার, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশ রয়েছে।

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সড়ক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন, খোঁজ খবর নিচ্ছেন।

আন্ডারপাস নির্মাণে ব্যয় হয়েছে পাঁচ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ২১৭ টাকা। এর দৈর্ঘ ৩৪ মিটার ও প্রস্থ ৩ দশমিক ৫ মিটার। এর নির্মাণ কাজ শুরু হয় এ বছরের ২৬ জানুয়ারি। আন্ডরপাসটি দিয়ে রোগী, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও গার্মেন্টস শ্রমিকসহ সকলেই নিরাপদে চলাচল করতে পারবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন, হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাউতুন বিনতে সুলায়মান, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031