শিরোনামঃ-

» সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ:: প্রথমবারের মতো  নগরীর মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় কলেজ হলরুমে ক্যাম্পাসের কালচারাল ক্লাবের উদ্যোগে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

ইংরেজী বিভাগের শিক্ষক খন্দকার মেহেদী হাসানের সভাপতিত্বে ও আইসিটি বিভাগের শিক্ষক মবরুর আহমদ সাজুর পরিচালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ পূর্ণেন্দু কুমার রায়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মন-মানসিকতা বিকাশে বিতর্ক প্রতিযোগীতা খুবই গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে।

নিজের বিদ্যালয়ের বাইরের প্রতিযোগীতায় অংশ গ্রহণ করলে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকশিত হবার সুযাগ অনেক বেড়ে যায়। আমাদের সমাজের শিক্ষাঙ্গনে নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত মানুষ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রেক্টর শামসুর রহমান বলেন, যারা বিতর্ক প্রতিযোগিতা করে তাদের মধ্যে এক ধরনের সাহস তৈরি হয়। বিতর্ক নানা যুক্তি ও উদ্ভাবনের পথ তৈরি করে। এর ফলে একটি সমাজ, একটি দেশ এমনকি সমগ্র মানবজাতি উপকৃত হয়।

এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আলী কামরুল হাসান জেসন, আব্দুস সাওার, লিয়াকত আলি, আবু নছর সজিব দত্ত, প্রশাসনিক কর্মকর্তা রুমেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের  শিক্ষক শফিকুর রহমান মারুফ, সোয়েব আহমদ চৌধুরী, চৌধুরী ফাহিম দাউদ কোরাইশী।

টান টান উত্তেজনা আর তীব্র যুক্তি তর্কের মধ্যে এ সেকশনের জারিন খানম, ঐন্দ্রিলা ভৌমিক, তাছলিমা হোসাইন ইনাছ (সবুজ দল) কে পরাজিত করে বি সেকশনের শর্মিলা বর্র্মন, রুমা আক্তার মুন্নি, মনি বেগম, (লাল দল) বিজয়ের মুকুট অর্জনের পাশাপশি কলেজের সেরা দল হিসেবে শ্রেষ্টত্ব অর্জন করেছে।

এছাড়া সেরা বিতার্কিক হিসেবে  লাল দলের শর্মীলা বর্মন নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930