শিরোনামঃ-

» আজীবন সদস্যপদ পেলেন ৪ নির্মাতা

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্যপদ পেলেন ৪ সিনিয়র পরিচালক। গতকাল বিএফডিসিতে এক সভায় তাদের আজীবন সদস্যপদ দেয়া হয়। এরা হলেন- দেওয়ান নজরুল, আবদুল লতিফ বাচ্চু, মতিন রহমান এবং নায়ক আলমগীর।

এ বিষয়টি সুত্রকে নিশ্চিত করেন পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকদের সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতি। এ সংগঠনটি প্রতি ২ বছর অন্তর কিছু সংখ্যক সদস্যকে আজীবন সদস্য করেন।

এ প্রসঙ্গে গুলজার বলেন, ‘প্রতি সেশনে আমরা কিছু সিনিয়র নির্মাতাদের আজীবন সদস্য করে থাকি। আজীবন সদস্য ১৫ জন ছিল। এর মধ্যে ১ জন মারা গেছেন। নতুন করে ৪ জন সদস্যকে আজীবন সদস্য করা হয়েছে। এখন আজীবন সদস্য সংখ্যা ১৮ জন।’

পরিচালক দেওয়ান নজরুল : বাংলা চলচ্চিত্রে সামাজিক অ্যাকশন সিনেমার এক অন্যতম রুপকার পরিচালক দেওয়ান নজরুল । ‘দোস্ত দুশমন’ নামক সিনেমা নির্মাণের মধ্যদিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। এরপর ‘বারুদ’, ‘আসামী হাজির’, ‘ওস্তাদ সাগরেদ’, ‘জনি’, ‘ধর্ম আমার মা’, ‘কুরবানী’, ‘মাস্তান রাজা’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’-এর মতো সব বক্স অফিস কাঁপানো দুর্দান্ত সিনেমা তিনি নির্মাণ করেন।

মতিন রহমান : বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল পরিচালক মতিন রহমান। চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে তিনি যাত্রা শুরু করেন পরবর্তীতে তিনি চলচ্চিত্র পরিচালনায় সফলতা অর্জন করেন।

১৯৮২ সালে ‘লাল কাজল’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপরে তিনি বেশ কিছু সিনেমা  নির্মাণ করেন। মাঝে মাঝে চলচ্চিত্রে অভিনয়ও করতেন তিনি। ‘স্নেহের বাঁধন’ ‘রাক্ষসী’, ‘নারীর মন’সহ বেশ কিছু সিনেমাতে তিনি অভিনয় করেন।

আলমগীর : জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা হিসেবেই অধিক পরিচিত আলমগীর। তিনি সত্তরের দশক থেকে দাপটের সঙ্গে কাজ করছেন।  অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

‘দস্যুরাণী’, ‘সাম্পানওয়ালা’, ‘জিনজির’, ‘গুণ্ডা’, ‘ভাত দে’, ‘মা ও ছেলে’, ‘মায়ের দোয়া’, ‘ক্ষতিপূরণ’, ‘মরণের পরে’, ‘পিতা মাতা সন্তান’, ‘অন্ধ বিশ্বাস’, ‘দেশপ্রেমিক’সহ অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি ১৯৮৬ সালে ‘নিষ্পাপ’ শিরোনামের সিনেমা নির্মাণের মধ্য দিয়ে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্দেশনায় নির্মিত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘নির্মম’।

আবদুল লতিফ বাচ্চু : আবদুল লতিফ বাচ্চু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা। তিনি কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাককে নিয়ে ‘যাদুর বাঁশি’, ‘মিস্টার মাওলা’ নির্মাণ করেছেন। এছাড়াও তিনি বেশকিছু ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031