শিরোনামঃ-

» জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজঃ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন পরর্বতী সমাবেশে বক্তারা বলেছেন, দেশপ্রেমিক ছাত্র-শিক্ষকের সমন্বিত উদ্যেগই জঙ্গী ও সন্ত্রাসবাদ দমন করতে পারে।

আর সে জন্য সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। বক্তারা বলেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি নয়। সে লক্ষ্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি সহ মুক্তবুদ্ধিচর্চার প্রতিও মনযোগী হতে হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষাঙ্গন প্রার্থনালয়ের মতোই পবিত্র।

তাই পবিত্র স্থানে সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপকর্মের কোনো সুযোগ নেই। বক্তারা শিক্ষার্থীদের চিত্তের বিকাশ ঘটিয়ে দেশপ্রেমিক আদর্শবান নাগরিক হয়ে গড়ে উঠার আহবান জানান।

গতকাল সকাল ১১টায় গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাকিয়ায় হামলায় নিহতদের স্মরনে নগরীর মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের ক্যাম্পাস প্রাঙ্গনে মানব বন্ধন, র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ’র সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের শিক্ষক মবরুর আহমদ সাজু’র পরিচালনায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন অত্র কলেজের  চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মুহিবুর রহমান,রেক্টর শামসুর রহমান, প্রভাষক খন্দকার মেহেদী হাসান, এ কে এইচ অলিউর রহমান, আফজাল হুসাইন, মো. খলিলুর রহমান, মো. লিয়াকত আলী, শোয়াব আহমদ চৌধুরী, পাপিয়া দাস, মো. নজরুল ইসলাম, চৌধুরী ফাহিম দাউদ কোরাইশী, আবু নছর, আব্দুর রাজ্জাক মোর্শেদা আক্তার, মোছা. ফারজানা এলাহী,আফরোজা বেগম প্রশাসনিক কর্মকর্তা রুমেল আহমদসহ প্রমুখ কর্মকর্তা শিক্ষার্থী কর্মচারী, সহ সকলে উপস্থিত থেকে  জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলিষ্ট ভুমিকা রাখার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031