শিরোনামঃ-

» জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেরা ও সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলছে

প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীদেরকে আসামিপক্ষের জেরা চলছে। বৃহস্পতিবার সকালে মামলাটির ১৪ থেকে ১৭ নম্বর সাক্ষীকে জেরা শুরু করেছেন আসামিপক্ষ।
সাক্ষীরা হচ্ছেন- প্রাইভেটাইজেশন বোর্ডের তৎকালীন যুগ্ম-সচিব সৈয়দ জগলুল পাশা, সোনালী ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মফিজুল ইসলাম, বগুড়ার গাবতলী উপজেলার সাব-রেজিস্ট্রার গোলাম ফারুক এবং প্রাইম ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মেহমুদ হোসেন।
প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আব্দুর রেজ্জাক খান এবং অন্য আসামিদের পক্ষে জাকির হোসেন, আমিনুল ইসলাম, বোরহানউদ্দিন আহমেদ ও রেজাউল করিম সরকার পর্যায়ক্রমে জেরা করছেন।
জেরা শেষে ১৮তম সাক্ষী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদারের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031