শিরোনামঃ-

» ওসি হেলাল উদ্দিনের সাজা বহাল, আপীল নামঞ্জুর

প্রকাশিত: ২৭. জুলাই. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দিনের সাজা বহাল রেখেছেন আদালত।

বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির কারাদণ্ডপ্রাপ্ত হেলালের আপিল নামঞ্জুর করে এ সাজা বহাল রাখেন।

গত ২১ জুলাই আপিলের শুনানি শেষে আজ রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত।

গত বছরের ১৭ মে হেলালকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেন আদালত।

হাকিম আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছরের জুনে আপিল করেন ওসি হেলাল। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হেলাল বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। হেলাল ঘটনার সময় খিলগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বে ছিলেন। সাময়িক বরখাস্ত হওয়ার পর তাকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালের ১৬ জুলাই খালার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে আসার পথে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে সাদাপোশাকধারী পুলিশ আবদুল কাদেরকে মারধর করতে থাকে। সে সময় আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

এ সময় আবদুল কাদের নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেওয়ার পরও তাকে নির্যাতন করে পুলিশ। পরে থানায় নিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে ওসি হেলালের রুমে তাকে মারধর করা হয়। পরদিন তাকে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। তিনটি মামলাই তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হলে কাদেরকে অব্যাহতি দেন আদালত।

পরে হাইকোর্ট ওসি হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিলে ২০১২ সালের ২৩ জানুয়ারি ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আবদুল কাদের।

২০১২ সালের ২৬ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মো. আবু সাঈদ আকন্দ আসামি হেলালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত সেই ছাত্র এখন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031