শিরোনামঃ-

» সিলেটে এই প্রথম জাতীয় জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ০৪. মে. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ বিশেষ প্রতিনিধিঃ সিলেট নগরীতে এই প্রথমবারের মতো জাতীয় জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল নগরীরর তেলিহাওরস্থ একটি অভিযাত হোটেলের  হলরুমে ২ পর্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন প্রজেশ রঞ্জন রায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনোয়ার হোসেন।

বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটি সিলেট বিভাগীয় শাখা এ সম্মেলনের আয়োজন করে

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জ্যোতিষ বিজ্ঞানী কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান এস্ট্রোলজার্স কংগ্রেসের সভাপতি মহর্ষি ড. আনিসুল হক, সিসিকের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সিলেট উমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।

প্রজেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে ও এস এস রাকিব হাসানের পরিচালনায় অধিবেশনের প্রথম দফায়  “সংগঠন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. শেখর রায়, ড. জি কিবরিয়া ও ড. নুরুল ইসলাম বখতিয়ার। এ পর্ব সঞ্চলনা করেন মেহেদী হাসান।

অধিবেষণের দ্বিতীয় দফায় “মানব কল্যাণ ও রোগ নির্নয়ে জ্যোতিষ শাস্ত্রের ভূমিকা” অনুষ্ঠানে অজয় দাশ এর সভাপতিত্বে ও চিন্ময় চৌধুরী মিটুনের পরিচালনায় বক্তব্য রাখেন জ্যোতিষ গবেষক বিশ্বজিৎ হালদার, কে সি পাল।

শুরুতে কোরআন তেলওয়াত করেন আজিম শাহ এবং গীতা পাঠ করেন শিব প্রসাদ ভট্টাপচার্য।

এ সম্মেলনে  দেশের বিভিন্ন প্রান্ত থেকে জ্যোতিষবিদগন  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930