শিরোনামঃ-

» আমাদের অনেক সাংগঠনিক দুর্বলতা আছে : হান্নান শাহ

প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, আমাদেরও দুর্বলতা আছে। দুর্বলতা কি? দুর্বলতা হল আমরা সত্যিকার অর্থে সংগঠনকে জোরদার করছি না।’

গণতন্ত্র রক্ষায় শুধু মুখে ভাষণ দিয়ে হবে না মন্তব্য করে বিএনপির এ জেষ্ঠ নেতা বলেন, ‘আমরা যারা রাজপথ থেকে রাজপ্রাসাদে ঢুকে গেছি তারা যদি রাজপ্রাসাদ থেকে রাজপথে নেমে আসি সরকারের পতন হবে এবং গণতন্ত্র উদ্ধার হবে।’

গত সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সরকার এবং নির্বাচন কমিশন এর ভূমিকায় বাংলাদেশ’র গণতন্ত্র’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় একথা বলেন। খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

প্রশ্ন রেখে হান্নান শাহ বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করেন। আমার চোখের সামনে যুবলীগ-ছাত্রলীগের ১’শ-দেড়’শ কর্মী ঘুরতেছে আমাদেরগুলো কই।’

তিনি বলেন, ‘আমরা তাদের (আওয়ামী লীগ) এত ছাড় দিয়ে দিয়েছি একটা অনৈতিক সরকার ইচ্ছেমত ক্ষমতা চালিয়ে যাচ্ছে।

৮০০ কোটি টাকা নিয়ে গেল। আর আমরা বিএনপির সবাই বললাম এটা হ্যাকিং নয় এটা হল ডাকাতি।’

ইউপি নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘এ নির্বাচনে বাহিরে ঠাণ্ডা হলে ভেতরে ছাত্রলীগ এবং যুবলীগের লোকেরা সীল নিয়ে নেয়। তাই যতই ধানের শীষে ভোট দেন লাভ হবে না।’

নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের নির্বাচন কমিশনার বললেন, বিগত ২ ধাপের চেয়ে এবাবের নির্বাচন ভাল হয়েছে। তাহলে আগেরগুলো সুষ্ঠু হয় না। এটা তার নিজের স্বীকারোক্তি।’

এ পর্যন্ত আওয়ামী লীগের একটা নেতার গায়ে হাত উঠে নাই জানিয়ে তিনি বলেন, ‘আমার দলের কি অবস্থা? আমার দলের সাবেক মন্ত্রীর গায়েও হাত তোলা হয়েছে। এরকম ডজন-ডজন উদাহরণ দিতে পারি।’

একটা অন্ধকার যুগের মধ্যে আছেন দাবি করে সংসদে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জের রায় দেওয়ার প্রাক্কালে এ নিয়ে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬’- এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘তারাতো সব কিছুই করছে। দেশকে পৈত্রিক সম্পত্তি মনে করে তারা।’

ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকুমল বড়ুয়া, অধ্যাপক ড. খলিলুর রহমান, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031