শিরোনামঃ-

» ভুল ভাঙালেন হাশমি!

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ ক্রিকেটার আজহার উদ্দিনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘আজহার’ নিয়ে অভিনেত্রী সংগীতা বিজলি মোটেও বিরক্ত নয় বলে জানিয়ে দিয়েছেন বলিউড তারকা ইমরান হাশমি।

অবশ্য এর আগে খবর রটেছিল ‘আজহার’ নিয়ে বিরক্ত সংগীতা। ছবির কারণে প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্কের কথাগুলো আবার মনে পড়ে যাওয়ায় অস্বস্তি হচ্ছিল সংগীতার।

এবেলা বলছে, এটাও শোনা গিয়েছিল, যদি ছবিতে তার চরিত্রকে নেতিবাচকভাবে দেখানো হয়, তাহলে সংগীতা ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারেন।

কিন্তু, ইমরান সব কিছুরই প্রতিবাদ করে জানিয়েছেন, এগুলো মিথ্যা কথা। সংগীতা এরকম কিছুই বলেননি। খবরটা শুনে আজহারউদ্দিনও রেগে গিয়েছেন।

আজহারের চরিত্রে ইমরান ছাড়াও ছবিতে সংগীতার চরিত্রে দেখা যাবে নার্গিস ফকরিকে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30