শিরোনামঃ-

» রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৫ | বুধবার


Manual7 Ad Code

রূপালী ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম

নিউজ ডেস্কঃ
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেছেন, রূপালী ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

Manual4 Ad Code

বর্তমান ব্যাংকিং খাতে প্রতিযোগিতার এই সময়ে গ্রাহকসেবার মান উন্নয়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শাখাকে ব্যবসায়িক লক্ষ্য অর্জনে আরও দায়িত্বশীল হতে হবে। সঞ্চয় বৃদ্ধি, ঋণ আদায়, খেলাপি ঋণ হ্রাস ও নতুন গ্রাহক সংযোজনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Manual1 Ad Code

রূপালী ব্যাংক আগামী দিনে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগ খাতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে উপস্থিত সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

বুধবার (৮ অক্টোবর) সিলেট নগরীর পীরেরবাজারস্থ ব্রাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর,  আদায় বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহমুদুল ইসলাম।

সভায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল হক, জয়া চৌধুরী, বিপ্লব কুমার তালুকদার, মোহাম্মদ আশরাফ হোসেন, মাসুক-ই-এলাহী সহ সিলেট বিভাগের আওতাধীন কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার

Share Button

Callender

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930