শিরোনামঃ-

» পীর সাহেব চরমোনাই ঘোষিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আহুত  সমাবেশের প্রস্তুতি সভা ও মাসিক বৈঠক সম্পন্ন

প্রকাশিত: ১৩. জুন. ২০২৫ | শুক্রবার

নিউজ ডেস্কঃ
আইএবি সিলেট জেলা শাখার জুন মাসের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুর ২টা ৩০ মিনিটের সময় সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মজলিসে আমেলার জুনের মাসের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকটি জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের  সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন’র সঞ্চালনায় কোরআনে কারীমের তেলাওয়াত ও দারসুল কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিগত রেজুলেশন পাঠ ও পর্যালোচনা করতঃ কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার ২৮ জুন  ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে জেলা আমেলার মাসিক বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

তাছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক প্রস্তুতি, প্রার্থী বাছাই এবং সাংগঠনিক মজবুতির লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি দ্রুত গঠনের জন্য  সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, আলহাজ্ব নূরুল আমীন, এসিস্ট্যান্ট  সেক্রেটারী মাওলানা কে এম ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফয়জুল হাসান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী আনোয়ার শাহ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মুহাম্মাদ আবু আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031