শিরোনামঃ-

» বিএনপি সবসময় জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে : এমদাদ হোসেন চৌধুরী

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৫ | শুক্রবার

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি সবসময় জনগণের দল। আমরা জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ।

আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। একইসঙ্গে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, জনগণ সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ছিল।

বিএনপির প্রতিটি নেতা-কর্মী ত্যাগ স্বীকার করে দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা একসঙ্গে থেকে, ঐক্যবদ্ধ থেকে, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবো।

তিনি শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নগরীর শিবগঞ্জস্থ দপ্তরীপাড়া জামে মসজিদের পাশের মাঠে অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট-১ আসনের আগামী দিনের কান্ডারী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ও সিলেট মহানগর বিএনপির ১৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমনের সৌজন্যে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির ১৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জান, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কয়েস আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইসহাক আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক প্রমুখ।

এছাড়াও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930