শিরোনামঃ-

» তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৫ | শুক্রবার

বিএনপির জন্মই হয়েছে গণমানুষের কল্যাণের জন্য : কয়েস লোদী

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেটের অসহায়, নির্যাতিত ও দিনমজুর মানুষের সাথে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীরা যেন শুধুমাত্র নিজেদের মধ্যে ইফতার না করেন, বরং সমাজের শ্রমজীবী ও অসহায় মানুষদের এই আয়োজনে অন্তর্ভুক্ত করেন-এমন নির্দেশনাই দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিগত দেড় দশক ধরে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শুধু রাজনীতির মাঠেই নয়, মানবিক কাজেও আমরা জনগণের পাশে ছিলাম এবং থাকবো।

আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। পুলিশ আমাদের মানবিক কার্যক্রমে বারবার বাধা দিয়েছে, নেতাকর্মীদের গ্রেফতার করেছে, বাসায় গিয়ে হয়রানি করেছে। এমনকি আমাদের ব্যানার পর্যন্ত লাগাতে দেয়নি। কিন্তু আমরা পিছপা হইনি।

বিএনপির জন্মই হয়েছে জনগণের কল্যাণে কাজ করার জন্য, তাই আমরা সবসময় দুঃখী মানুষের পাশে থাকবো। বিএনপি সব সময় গণমানুষের কল্যাণে কাজ করে আসছে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেই। পবিত্র রমজান সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমাদের দায়িত্ব হলো গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তাই এই রমজানে আমরা তাদের সাথে ইফতার আয়োজন করছি, যাতে তারা অনুভব করেন যে, তারা একা নন।

এছাড়াও প্রতি রমজানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিপীড়িত-নির্যাতিত মানুষের মাঝে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি এবং সব সময় গণমানুষের পাশে ছিলাম এবং গণমানুষের কল্যাণে সব সময় পাশে থাকবো।

তিনি শুক্রবার (২৮ মার্চ) নগরীর মেজরটিলার পশ্চিম ভাটপাড়া হাজী বাড়িতে জামাল আহমদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদের সভাপতিত্বে ও নুরুল আলম বাবলুর পরিচালনায়  ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আমিন উদ্দিন, এয়ারপোর্ট থানা বিএনিপর আহ্বায়ক আব্দুল কাদির সমছু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।

এছাড়াও ইসলামপুরের বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংঠনের বিপুল নেতাকমীরাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930