শিরোনামঃ-

» বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানামুখী ষড়যন্ত্র চলছে : খান জামাল

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৫ | সোমবার

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানামুখী ষড়যন্ত্র চলছে।

২০২৪ এর গণহত্যাকারী ও ১৯৭১ এর গণহত্যাকারীরা পরিকল্পিতভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোয়েবলসিয় কায়দায় একের পর এক মিথ্যা প্রভাগান্ডা করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদেরকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে। জাতীয় নির্বাচনের দাবি করলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এখন যারা তেলে বেগুনে জ্বলে উঠেন তারা আসলে কি চান তা তাদেরকেই পরিস্কার করতে হবে।

সোমবার (১৭ মার্চ) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান রহমান মিজানের সভাপতিত্বে ও অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা হেলাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর কৃষকদের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী, সহ-সভাপতি কামরান আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামএ

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ময়না মিয়া, ইউসুফ আলী, ইসলাম উদ্দিন, মাকসুদ আহমদ, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. এ মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম, রহিম উদ্দিন, কামরুল ইসলা, যুবদল নেতা সালমান আহমদ, সাজু, কামাল উদ্দিন, শ্রমিক দলনেতা সানুর আহমদ, ছাত্রদল নেতা মামুন আহমদ, জুয়েল আহমদ, কাওছার আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৪ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930