শিরোনামঃ-

» আল-হামরায় সর্বস্তরের ব্যবসায়ীদের মতবিনিময়

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২৫ | রবিবার

চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার ও জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি

ডেস্ক নিউজঃ
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির নূরানী জুয়েলার্সে দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার প্রতিবাদ, চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার বিষয় নিয়ে নগরীর সর্বস্তরের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় মার্কেটের একটি হলরুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সামসুল আলম।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। নেতৃবৃন্দ ্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, আমরা সবসময়ই ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে আছি। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তারা বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত আন্তরিক।

স্থানীয় প্রশাসন চুরির ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভায় সিলেট নগরীর বিভিন্ন মার্কেট কমিটির সভাপতি ও সেক্রেটারি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের মতামত প্রদান করেন। সভায় সিদ্ধান্ত হয় আগামী মঙ্গলবার বেলা ৩টায় সিলেটের পুলিশ কমিশনারের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ সাক্ষাত করে চুরির ঘটনাটি নিয়ে আলোচনা করবেন।

মতবিনিময় সভায় বক্তারা সুরক্ষিত আল হামরা শপিং সিটির স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে চুরির ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও স্বর্ণ উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বক্তারা এ ব্যাপারে বাংলাদেশ জুয়েলারি সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। বক্তারা বলেন, একটি সুরক্ষিত মার্কেটে এরকম চুরির ঘটনায় নগরীর ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছেন। চুরি হওয়া দোকানের মালিক সর্বস্ব হারিয়ে আজ দিশেহারা হয়ে পড়েছেন।

বক্তারা ব্যবসায়ীদের জান-মাল তথা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সরকারের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা কামনা করেন। চুরির ঘটনার রহস্য উদঘাটনে যেকোন প্রয়োজনে সকল ব্যবসায়ী পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দোকান মালিক সমিতি কেন্দীয় কমিটির সহসভাপতি হেলাল খন্দকার, দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, দরগা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নেহাল উদ্দিন, দরগা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. লুৎফুর রহমান লিলু,  করিম উল্লাহ মার্কেট কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ পাবেল, মধুবন মার্কেট কমিটির মো. আলা মিয়া, সিলেট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কালাম, করিম উল্লাহ মার্কেটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিশু, ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. কয়ছর আলী, কাজী ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, ডামাস জুয়েলার্স এর সত্ত্বাধিকারী মো. মারুফ আহমদ, সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রজব, আল-হামরা শপিং সিটি মার্কেটের কোষাধ্যক্ষ মো. ইরশাদ আলী, হকার্স মার্কেট সমিতির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ রাসেল, এজি ইলেক্ট্রনিক্স এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আনিস, আল হামরা শপিং সিটির সুজিত দাশ, আল হামরা শপিং সিটির উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম, আল-হামরা জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আবু করিম, কোষাধ্যক্ষ রতন দে, মো. লিমন আহমদ, মো. নাহিদুর রহমান, ইসতিয়াক আহমদ সায়েম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বাজুস এর সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, হক সুপার মার্কেটের সভাপতি হাজী মো. আয়াতুল ইসলাম খান, মো. আলতা মিয়া, মো. মাহবুবুর রহমান, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশীদ,  বাজুস সিলেট জেলা শাখার সহ-সম্পাদক লক্ষণ ঘোষ, প্লানেট আরাফ মার্কেট ব্যবসায়ী সমিতির এনামুল কুদ্দুস চৌধুরী, ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী সানী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, দোকান মালিক সমিতি জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সহ সাংগঠনিক সম্পাদক নিতাই পাল প্রমুখ। মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728