শিরোনামঃ-

» দেশ সেরা স্বেচ্ছাসেবক হলেন সিলেটের আদিল

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৫ডিসেম্বর) ভিএসও বাংলাদেশ কর্তৃক আয়োজিত “জাতীয় স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড-২০২৪” এ দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন সিলেটের আব্দুল্লাহ মোঃ আদিল।

অনুষ্ঠানে ২১ জন স্বেচ্ছাসেবীকে তাদের স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য সম্মাননা দেওয়া হয়।

দূর্যোগকালীন সময়ে দ্রুত জরুরী সেবায় কাজ করে থাকেন দেশের স্বেচ্ছাসেবকেরা। এমনই একজন সিলেটের স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ মো. আদিল।

অগ্নিকান্ড, সড়ক দূর্ঘটনা, বন্যায় উদ্বার তৎপরতা ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সহ সুনামের সহিত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন সিলেটের আব্দুল্লাহ মো. আদিল।

আব্দুল্লাহ মোঃ আদিল বিগত বছরে স্বেচ্ছাসেবী কাজে অবদান রাখায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হন ও সম্মাননা লাভ করেন।

বৃহস্পতিবার বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসীজ বাংলাদেশ (ভিএসও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

স্বাগত বক্তব্য দেন ভিএসও বাংলাদেশর কান্ট্রি ডাইরেক্টর খাবিরুল হক কামাল।

বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মানিকহার রহমান ও এনজিও বিষয়ক ব্যুরো এর পরিচালক মঈনউল ইসলাম। এ বছর বিশ্ব স্বেচ্ছাসেবী দিবসের প্রতিপাদ্য হচ্ছে “সবার জন্য সবকিছু”।

প্রধান অতিথি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি এর নিকট থেকে দেশ সেরা অ্যাওয়ার্ড গ্রহন করেন আব্দুল্লাহ মো.  আদিল।

দেশ সেরা অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্পর্কে আব্দুল্লাহ মো. আদিল বলেন, ‘মানুষের জন্য কাজ করতে গিয়ে সম্মাননা পেয়েছি, পাচ্ছি। একজন স্বেচ্ছাসেবক হিসেবে সারাজীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন।’

এই সংবাদটি পড়া হয়েছে ৭১ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031