শিরোনামঃ-

» লতিফা-শফি ডিগ্রী কলেজে শফি এ চৌধুরী; এই কলেজ থেকে একদিন ক্ষণজন্মা নারী বেরিয়ে আসুক

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২৪ | রবিবার

ডেস্ক নিউজঃ

জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সাবেক এমপি ও লতিফা-শফি মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, অনেক বড় স্বপ্ন নিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এই কলেজ থেকে যেদিন দেশ বিখ্যাত নারী বেরিয়ে আসবে সেদিনই এই স্বপ্ন পুরোটা বাস্তবায়িত হবে।

তিনি বলেন, সিলেটের ঘরে ঘরে উচ্চ শিক্ষিত নারী তৈরি হউক। সেই লক্ষ্যকে সামনে রেখেই কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি লেখাপড়ার প্রতি মনোযোগী হতে ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুশিক্ষা অর্জন করে নিজেকে বিকশিত করো। মানুষ যেন তোমাদেরকে নিয়ে গর্ভবোধ করে।

রবিবার (১লা ডিসেম্বর) দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।

কলেজের প্রিন্সিপাল আমিরুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, গভর্ণিং বডির সদস্যবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী মোগলাবাজার থানা পরিদর্শনে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সল আহমদ তাকে স্বাগত জানান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং সাধারণ মানুষের আকাঙ্খা বাস্তবায়নে পুলিশকে নিরপেক্ষ ভুমিকা পালনের আহ্বান জানান।

বিকেলে তিনি দাউদপুর ইউনিয়নের ইলাইগঞ্জস্থ বিশিষ্ট সমাজসেবী মাস্টার আলাউদ্দিনকে দেখতে তার বাড়িতে যান। তিনি এসময় তার পরিবারের খোঁজ খবর নেন। পরে তিনি রাখালগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031