শিরোনামঃ-

» ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবকে : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামিলীগ দীর্ঘ সাড়ে ১৫ বছরে দেশকে সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের সর্গরাজ্যে পরিণত করেছিল। টানা ১৫ বছেরে লাগাতার সংগ্রাম ও ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হলেও, চুড়ান্ত বিজয় এখনো বাকি আছে। গণখুনি হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র করছেন। পতিত আওয়ামীলীগ দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে চায়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আন্দোলন- সংগ্রাম শেষ হয়ে যায় নি। জনগনের সরাসরি ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে। অর্থাৎ ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক জনাব কলিম উদ্দিন মিলন এর সভাপতিত্বে, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আব্দুল মোত্তালেব খাঁন, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম আজাদ, মোনাজ্জির হোসেন সুজন, নুর আলী, সালমা আক্তার, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, আব্দুস সামাদ তুহেল প্রমূখ।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ বলেন,গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। আগামী উপজেলা ও ইউনিয়ন কমিটিতে কোন আওয়ামী ধোষরদের সাথে যারা আতাত করে চলেছে তাদের কমিতে রাখা হবে না।একটি সুষ্ঠ ও সুন্দর জিয়ার সৈনিকদের নিয়ে ২১ সদস্যের উপজেলা ও ১১ সদস্যের ইউনিয়ন কমিটি গঠন করা হবে। আপনারা আগামী ৩ ও ৪ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা থেকে সদস্য ফরম সংগ্রহ করুন এবং ৮ই ডিসেম্বর জমা দিবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031