শিরোনামঃ-

» বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও সভা

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৪ | বুধবার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার কার্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নবনির্মিত কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অতিথিবৃন্দ নবনির্মিত কার্যালয়ে পতাকা উত্তোলন ও ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার সম্পাদক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় এবং অত্র শাখার সভাপতি জনাব কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সাইদুর রহমান, কেন্দ্রীয় নেতা মির্জা মো. শাহেদ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবিএম শফিকুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, কেন্দ্রীয় সহ-সম্পাদক দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ওমর ফারুক, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম তালুকদার, ঢাকা শাখার সভাপতি মো. শরীফুল ইসলাম, সম্পাদক সাইদুর রহমান, রেল শ্রমিকলীগ সিলেট শাখার সম্পাদক শহিদুল হক ।

আলোচনা সভার শুরুতেই পবিত্রে কোরআন থেকে তেলাওয়াত করেন, রেলওয়ে মসজিদের ইমাম এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের কাকর্যকরি সদস্য পরিতোষ ধর পাপ্পু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট রেলওয়ের বিভিন্ন দপ্তরের উর্ধতন প্রকৌশলীবৃন্দ, সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার, স্টেশন মাস্টার, সি.আই/আরএনবি, রেলওয়ে থানার কর্মকর্তাগন, গার্ড কাউন্সিলের নেত্তৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ, রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা ।

সভায় বক্তারা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট ও কুলাউড়া শাখার উদ্যোগে রেলপথ সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের মধ্যে ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩নং শর্ত বাতিল এবং রানিং স্টাফদের ‘পার্ট অব পে’ রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রনালয়ের সকল অস্মতি প্রত্যাহার করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবি জানান বক্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728