শিরোনামঃ-

» গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নে বিএনপির জনসভা

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৪ | বুধবার

ফ্যাসিবাদে বিধ্বস্ত রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফাই যথেষ্ট : আবুল কাহের চৌধুরী শামীম

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী দল। বিএনপিও সংস্কার চায়। গণতন্ত্রকে বিকশিত করাই বিএনপির আসল উদ্দেশ্য। দীর্ঘদিন গণতন্ত্র না থাকার কারণে দেশের আজ এমন অবস্থা। পতিত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রযন্ত্রের প্রতিটি সেক্টরকে কলুষিত করেছে। ফ্যাসিবাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী ফ্যাসিবাদে বিধ্বস্ত রাষ্ট্রকে মেরামত করতে বিএনপির ৩১ দফার বাস্তবায়নই যথেষ্ট।

তিনি বুধবার (২০ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান নবিদ, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীম, বর্তমান সভাপতি শুয়াইবুর রহমান সুয়াই ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমূখ।

স্থানীয় জাংগাল হাঠা বাজারে অনুষ্ঠিত জনসভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, আব্দুল মুমিন খান সাবুল, টিপু সুলতান, শাহিন আহমদ, হেলাল আহমদ, বক্কর আহমদ, শরীফ আহমদ, রাহাত আহমদ বুলন, জাহাঙ্গীর আহমদ, সাহান আহমদ, সুহেদ আহমদ, কামরান আহমদ প্রমীখ।

সভায় লক্ষীপাশা ইউনিয়ন ও ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728