শিরোনামঃ-

» জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আংশিক ঘোষণা

প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দলীয় মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ এর সুপারিশক্রমে দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে পার্টির দশম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আংশিক নাম ঘোষণা করেন।

কমিটির সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ (সাবেক উপ-মন্ত্রী), অধ্যাপক নুরুল ইসলাম মিলন (সাবেক সংসদ সদস্য), ফখরুজ্জামান জাহাঙ্গীর (সাবেক সংসদ সদস্য), জাফর ইকবাল সিদ্দিকী (সাবেক সংসদ সদস্য), কারী হাবিবুল্লাহ বেলালী, ডা. কে আর ইসলাম, নিগার সুলতানা রাণী, আবুল কাশেম সরকার (সাবেক সংসদ সদস্য), ইয়াহিয়া চৌধুরী (সাবেক সংসদ সদস্য), শফিকুল ইসলাম শফিক (নরসিংদী), শংকর পাল (হবিগঞ্জ), আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, হাজী মো: ফারুক (ঢাকা), আব্দুল গাফ্ফার বিশ^াস (খুলনা), নুরুল ইসলাম নুরু (টাঙ্গাইল), তুহিনুর রহমান (নুরু হাজী) ঢাকা, উপদেষ্টা এম. এ. গোফরান (লক্ষীপুর), এম. এ. কুদ্দুস খাঁন (ঝালকাঠী), ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন (গোপালঞ্জ), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা), ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ (জামালপুর) সাবেক সংসদ সদস্য, মো: মোক্তার হোসেন (খুলনা) সাবেক সংসদ সদস্য, হাজী নাসির সরকার (ঢাকা), আব্দুল আজিজ খাঁন (গুলশান), মোল্যা শওকত হোসেন বাবুল (খুলনা), মো: শারফুদ্দিন আহমেদ শিপু (ঢাকা), মিজানুর রহমান দুলাল (পটুয়াখালী), শাহ্ আলম তালুকদার (বরিশাল), এ্যাড. মো: আব্দুল কাইয়ুম (ময়মনসিংহ), শাহ্ জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), যুগ্ম-মহাসচিবঃ ফকরুল আহসান শাহজাদা (বরিশাল), পীরজাদা জুবায়ের আহমেদ (বাহ্মণবাড়িয়া), শেখ মাসুক রহমান (ঢাকা), সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ (খুলনা), সুজন দে (চট্টগ্রাম), এস, এম হাসেম (ঢাকা), সাংগঠনিক সম্পাদকঃ শাহানাজ পারভীন (ঢাকা), মোশাররফ হোসেন (ময়মনসিংহ), এ্যাড. এস. এম. মাসুদুর রহমান (খুলনা), এ্যাড. মো: আবু সালেহ চৌধুরী (সিলেট), অধ্যাপিকা বিলকিস সরকার পুতুল (নরসিংদী), ফজলে ইলাহী সোহাগ (নোয়াখালী), জাফর ইকবাল নিরব (পিরোজপুর), শামসুল আলম (কক্সবাজার), যুগ্ম- সাংগঠনিক সম্পাদকঃ কাওসার আহমেদ (ঢাকা), মো: মোসলেম আলী (মেহেরপুর), আবুল বাশার (মানিকগঞ্জ), নাফিজ মাহবুব (ময়মনসিংহ), সিরাজুল আরেফিন মাসুম, এম, এম, আমিনুল হক সেলিম, সম্পাদকমন্ডলীঃ কোষাধ্যক্ষ: ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: খোরশেদ আলম খুশু (চাঁদপুর), দপ্তর সম্পাদক: আবুল হাসান আহমেদ জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক: এ্যাড. এমদাদ (নড়াইল), সমবায় বিষয়ক সম্পাদক: পারভেজ আলম মীর (বরিশাল), সংস্কৃতি বিষয়ক সম্পাদক: নাজমুল খাঁন (লালমনিরহাট), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদ: সাহিন আরা সুলতানা রিমা (চাপাইনবাবগঞ্জ), আইন বিষয়ক সম্পাদক: এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা (কুষ্টিয়া), যুব বিষয়ক সম্পাদক: মো: জহির উদ্দিন (ঢাকা), শিল্প বিষয়ক সম্পাদক: আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা: সুলতানা আহমেদ লিপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: সায়িকা হক (ব্রাহ্মণবাড়িয়া), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: শরিয়ত আলী তালুকদার (সুনামগঞ্জ), প্রাদেশিক বিষয়ক সম্পাদক: আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদকমন্ডলীঃ যুগ্ম- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: আসাদ খান, যুগ্ম- কৃষি বিষয়ক সম্পাদক: মেহবুব হাসান, যুগ্ম- সমবায় বিষয়ক সম্পাদক: চিশ্তী খায়রুল আবরার শিশির, যুগ্ম- ক্রিড়া বিষয়ক সম্পাদক: নজরুল ইসলাম মুকুল, যুগ্ম সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মো: তৌহিদুর রহমান খাঁন, যুগ্ম- শ্রম বিষয়ক সম্পাদক: হাজী মাসুম পারভেজ, যুগ্ম- এনজিও বিষয়ক সম্পাদক: এম, আবু জাফর কামাল, যুগ্ম- সমাজকল্যান বিষয়ক সম্পাদক: শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম- সাহিত্য ও কৃষ্ঠি বিষয়ক সম্পাদক: আফতাব গনি, যুগ্ম প্রাদেশিক সম্পাদক: মনিরুল ইসলাম রবিন, সদস্যবৃন্দঃ রিয়াজ খান, মকবুল হোসেন মুকুল, এস, এম, মুর্তজ আলম বুলবুল, নাসির নেওয়াজ, আবু নাসের সিদ্দিকী, কাদের মুন্সি, আব্দুল হালিম, আহমদ আলী (সিলেট)।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031